রসিক নির্বাচন: উন্নয়নের প্রতিশ্রুতি ১০ মেয়র প্রার্থী

রংপুর সিটি করপোরেশন নির্বাচন নিয়ে জনগণের মুখোমুখী হয়েছেন ১০ মেয়র প্রার্থী। এ সময় তারা নগরবাসীকে বিভিন্ন উন্নয়নের প্রতিশ্রুতি দেন।

এসব প্রার্থী নির্বাচনে জিতে আসলে নগরবাসীর জন্য কি ধরনের উন্নয়ন করবেন তার প্রতিশ্রুতি দিয়েছেন নগরবাসীর সামনে।

বৃহস্পতিবার সকালে রংপুর টাউন হল চত্ত্বরে মেয়র প্রার্থীদের নিয়ে ‘সুজন’ এ অনুষ্ঠানের আয়োজনে করেন। সকাল থেকে দুপুর পর্যন্ত চলে এ অনুষ্ঠান।

সুজন কেন্দ্রীয় কমিটির সম্পাদক ড. বদিউল আলম মজুমদারের পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, জেলা সভাপতি দীপক কুমার সাহা, বেসরকারি টেলিভিশন বৈশাখী টিভির রংপুর প্রতিনিধি ও সুজনের মহানগর সভাপতি আফতাব হোসেন।

অনুষ্ঠানে রংপুর সিটি করপোরেশন নির্বাচনের ১২ জন মেয়র প্রার্থীদের মধ্যে ১০ জন উপস্থিত ছিলেন।

এ সময় তারা অবাধ ও সুষ্ঠু  নির্বাচন নিশ্চিত করতে কালো টাকার প্রভাব ও সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে দূরে থেকে নির্বাচনী আচরণ বিধি মেনে টাকার বিনিময়ে ভোট না কেনার প্রতিশ্রুতি দেন।

এছাড়া নির্বাচিত হলে সিটি করপোরেশনকে দুর্নীতিমুক্ত, কার্যকর ও জনকল্যাণমূলক প্রতিষ্ঠানে হিসাবে গড়ে তোলা, নির্বাচনে পরাজয় হলে গণরায় মেনে নেওয়া ও বিজয়ী প্রার্থীকেও মেনে নেওয়া হবে বলে তারা ঘোষণা দেন তারা।

নগরবাসীর জন্য খাদ্য, বস্ত্র, স্বাস্থ্য, শিক্ষা, নিরাপত্তা প্রভৃতি মৌলিক মানবিক চাহিদা নিশ্চিত করতে সাধারণ মানুষকে সংগঠিত করা,স্থানীয় পরিকল্পনার ভিত্তিতে কাজ করা, বার্ষিক পরিকল্পনার ভিত্তিতে বাজেট প্রনয়ণ করা এবং উন্মুক্ত বাজেট অধিবেশনের আয়োজন করে বাজেট ঘোষণা করার প্রতিশ্রুতি দেন তারা।

এছাড়া সব কাজের স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করা, নারীর অবস্থার উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে সিটি করপোরেশনের সার্বিক জীবন মানের উন্নয়ন করা, পিছিয়ে পড়া জনগোষ্ঠিকে এগিয়ে নেওয়াসহ ১৩টি প্রতিশ্রুতি দেন ১০ মেয়র প্রার্থী।

এসব প্রার্থী আলাদা আলাদাভাবে জনগণের কাছে তাদের প্রতিশ্রুতির কথা তুলে ধনের। তাদের বক্তব্য শেষে জনগণের প্রশ্নের জবাবও দেন তারা।

উপস্থিত ১০ মেয়র প্রার্থী হলেন, জাতীয় পার্টির বিদ্রোহী প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা, আব্দুর রউফ মানিক, শরফুদ্দিন আহমেদ ঝন্টু, অ্যাডভোকেট ফিরোজ কবির গুঞ্জন, মহানগর আওয়ামী লীগের সভাপতি ও আওয়ামী প্রার্থী শফিয়ার রহমান সফি, বিএনপি নেতা ও স্বতন্ত্র প্রার্থী কাওসার জামান বাবলা, ফিরোজ আজিজ শাহীন, কাজী মাজিরুল ইসলাম লিটন, আব্দুল কুদ্দুস প্রমুখ।

জেলা সংবাদ রাজনীতি