১৮ ডিসেম্বর হরতাল দিচ্ছে সিপিবি, বাসদ

১৮ ডিসেম্বর হরতাল দিচ্ছে সিপিবি, বাসদ

যুদ্ধাপরাধীদের বিচার কাজ দ্রত শেষ, জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ, জনজীবনের দুর্ভোগ নিরসনসহ বিভিন্ন দাবিতে বিজয় দিবসের পর হরতালের ডাক দিচ্ছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশ সমাজতান্ত্রিক দলসহ (বাসদ) বামপন্থিদলগুলো।

১৮ ডিসেম্বর এই হরতাল ডাকবে দলগুলো।

শুক্রবার সকালে পুরানা পল্টনে নিজ কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে আনুষ্ঠানিক হরতালের ঘোষণা দেওয়ার কথা রয়েছে সিপিবি’র।

সিপিবি’র প্রেসিডিয়াম সদস্য কাজী সাজ্জাদ জহির চন্দন বাংলানিউজকে বলেন, “সরকার আবার বিদ্যুৎসহ জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পায়তারা করছে। গ্যাস-বিদ্যুৎ ও নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে জনজীবনে বিপর্যয় নেমে এসেছে। জনজীবনকে এ বিপর্যয় থেকে রক্ষা করতেই সিপিবি-বাসদ হরতাল কর্মসূচিতে যাচ্ছে।”

তিনি আরও বলেন, “এছাড়াও যুদ্ধাপরাধীদের বিচারকে বানচাল করতে স্বাধীনতাবিরোধী জামায়াত-শিবির হিংস্র হয়ে মাঠে নেমেছে। সাম্প্রদায়িক এ অপশক্তিকে প্রতিহত করা আমাদের জাতীয় এবং নৈতিক দায়িত্ব।”

যুদ্ধাপরাধীদের বিচার দ্রুত সম্পন্ন করা, জামায়াত-শিবিরের রাজনীতি আইন করে নিষিদ্ধ করার পাশাপাশি তাজরীন গার্মেন্টসের অগ্নিকাণ্ডের ঘটনায় জড়িত গার্মেন্টসের মালিকসহ অন্যান্য কর্মকর্তাদের দ্রুত গ্রেফতার ও বিচার এবং গার্মেন্ট শ্রমিকের নিরাপত্তার দাবিতেও এ হরতাল আহ্বান করা হচ্ছে বলে জানান তিনি।

বাসদের কেন্দ্রীয় নেতা রাজেকুজ্জামান রতন বলেন, “মূলত সিপিবি-বাসদ ঐক্যবদ্ধভাবে এ হরতাল আহ্বান করতে যাচ্ছে। বামমোর্চাসহ অন্যান্য বাম দলের নেতৃবৃন্দের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।

এদিকে একই  দাবিতে আগামী ১৫ ডিসেম্বর দেশব্যাপী বিক্ষোভ ও সমাবেশ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে গণতান্ত্রিক বাম মোর্চা। এক বিবৃতিতে ১৬ ডিসেম্বরের পর অন্য গণতান্ত্রিক ও প্রগতিশীল দলগুলোর সঙ্গে আলোচনা করে হরতাল দেয়ার কথা জানিয়েছে বাম মোর্চা।

 

অন্যান্য বাংলাদেশ রাজনীতি