দুর্নীতি মামলায় ঢামেক হাসপাতালের সাবেক পরিচালক কারাগারে

দুর্নীতি মামলায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) বজলে কাদেরকে কারাগারে পাঠিয়েছে আদালত।

বুধবার তিনি ঢাকা মহানগর হাকিম কামরুন্নাহার রুমির আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে বিচারক জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ঔষধসহ বিভিন্ন সরঞ্জাম ক্রয়ে প্রায় ৭ কোটি টাকা আত্মসাৎ সংক্রান্ত দুর্নীতির ১০টি মামলায় তিনি আদালতে আত্মসমর্পণ করে জামিন চেয়েছিলেন।

দুদকের পক্ষে স্পেশাল পিপি মোশাররফ হোসেন কাজল জামিন আবেদনের বিরোধিতা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক থাকাকালে ঔষধসহ বিভিন্ন সরঞ্জাম ক্রয়ে ছয় কোটি ৬৭ লাখ ২৬ হাজার ৩২৭ টাকা দুর্নীতির অভিযোগে গত বছরের ১৬ নভেম্বর দুদকের সহকারী পরিচালক সৈয়দ তাহসানুল হক রাজধানীর শাহবাগ থানায় মামলাগুলো দায়ের করেছিলেন।

মামলাগুলোতে গত বছর ৭ ডিসেম্বর তিনি হাইকোর্টে আত্মসমর্পণ করে আগাম জামিন চাইলে হাইকোর্ট তাকে ৬ সপ্তাহের জামিন মঞ্জুর করেছিলেন।

একই সঙ্গে ৬ সপ্তাহ পর তাকে বিচারিক আদালতে আত্মসমর্পণ করতেও নির্দেশ দেওয়া হয়েছিল।

আদালতের নির্দেশ মোতাবেক তিনি বুধবার বিচারিক আদালতে আত্মসমর্পণ করেছিলেন।

রাজনীতি