শ্রমিকদের অগ্নি নির্বাপন প্রশিক্ষণের নির্দেশ

শ্রমিকদের অগ্নি নির্বাপন প্রশিক্ষণের নির্দেশ

তাজরিন ফ্যাশনসে অনিকাণ্ডে শতাধিক শ্রমিকের প্রাণহানির প্রেক্ষাপটে সব পোশাক কারখানার শ্রমিকদের অগ্নি নির্বাপক প্রশিক্ষণ দেয়ার নির্দেশ এসেছে।

বৃহস্পতিবার বাণিজ্য মন্ত্রণালয়ে পোশাক কারখানাগুলোর ‘সোস্যাল কমপ্লায়েন্স ফোরাম’র বৈঠক থেকে এই নির্দেশ দেয়া হয়।

বিভিন্ন মন্ত্রণালয় এবং পোশাক শিল্প সংশ্লিষ্টদের প্রতিনিধিদের নিয়ে গঠিত এই ফোরামের বৈঠকে সভাপতিত্ব করেন বাণিজ্যমন্ত্রী জি এম কাদের।

মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আব্দুল লতিফ বক্সী সাংবাদিকদের বলেন, প্রতিটি কারখানার ২৫ শতাংশ শ্রমিককে অনতিবিলম্বে প্রশিক্ষণ দিতে নির্দেশ দেয়া হয়েছে। পর্যায়ক্রমে সব শ্রমিককে এই প্রশিক্ষণ দিতে হবে।

গত ২৪ নভেম্বর আশুলিয়ার তাজরিন ফ্যাশনসে অগ্নিকাণ্ডে ১১১ জন শ্রমিক নিহত হন, যাদের অধিকাংশই মারা গেছেন অগ্নিদগ্ধ হয়ে।

ওই অগ্নিকাণ্ড তদন্তে অগ্নি নির্বাপক বাহিনী গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন নিয়েও ‘সোস্যাল কমপ্লায়েন্স ফোরাম’র বৈঠকে আলোচনা হয়।

বৈঠকে অংশ নেয়া বিকেএমইএ’র সহসভাপতি মোহাম্মদ হাতেম সাংবাদিকদের বলেন, ফায়ার সার্ভিসের তদন্তে বলা হয়েছে, অগ্নিকাণ্ডের ওই কারখানার ফটক তালাবদ্ধ ছিল না।

“নিচ থেকে ধোঁয়া ওঠার কারণে শ্রমিকরা নামতে পারছিলেন না। এজন্য অনেকে অজ্ঞান হয়ে পড়েন, পরে অগ্নিদগ্ধ হয়ে তাদের মৃত্যু ঘটে।”

তবে অগ্নিকাণ্ডের পর ওই কারখানার অনেক শ্রমিক অভিযোগ করেছেন, ফটকে তালা ঝোলানো ছিল। সাংবাদিকরাও সেখানে গিয়ে এই বক্তব্যের সত্যতা পেয়েছেন।

অন্যান্য অর্থ বাণিজ্য বাংলাদেশ শীর্ষ খবর