রাসায়নিক অস্ত্র ব্যবহার করলে সিরিয়াকে ফল ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। সিরিয়া সীমান্তের কাছে তুরস্কে ক্ষেপণাস্ত্র মোতায়েনের সিদ্ধান্ত নেয়ার জন্য আলোচনায় বসেছে ন্যাটো। এদিকে, সিরিয়া সংকট নিয়ে ঐকমতে পৌঁছাতে পারেনি রাশিয়া এবং তুরস্ক।
নিজের দেশের মানুষের বিরুদ্ধে রাসায়নিক অস্ত্র ব্যবহার করলে এর ফল ভোগ করতে হবে বলে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। গত সোমবার যুক্তরাষ্ট্রের ফোর্ট ম্যাকনেয়ারে ন্যাশনাল ডিফেন্স ইউনিভার্সিটিতে পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ বিষয়ক এক বক্তৃতায় তিনি এ কথা বলেন। ওবামা বলেন, সমগ্র বিশ্ব সিরিয়ার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। রাসায়নিক অস্ত্রের ব্যবহার কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
তিনি আরো বলেন, ‘আমরা রাসায়নিক অস্ত্রের ব্যবহার রোধে কাজ করছি। তাই আমি আসাদ ও তাঁর অনুগত সবাইকে পরিষ্কার করে বলে দিতে চাই যে এ ধরনের অস্ত্র ব্যবহার করা হলে, এর দায় তাদের নিতে হবে।’ এর আগে সিরিয়া রাসায়নিক অস্ত্র ব্যবহার করলে যুক্তরাষ্ট্র ব্যবস্থা নেবে বলে হুমকি দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। তবে রাসায়নিক অস্ত্র ব্যবহারের প্রস্তুতির অভিযোগ নাকচ করে দিয়েছেন সিরিয়ার কর্মকর্তারা। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেন, ‘সিরিয়ার পক্ষ থেকে বারবারই এ ধরনের অস্ত্র ব্যবহার করা হবে না বলে নিশ্চিত করা হচ্ছে। এমনকি এ ধরনের অস্ত্রের মজুদ থাকলেও কোনো অবস্থায় তা জনগণের ওপর প্রয়োগ করা হবে না। সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, যদি সহজলভ্য হয়, এরপরও কোন পরিস্থিতিতেই নিজ দেশের জনগণের ওপর এ ধরনের অস্ত্র প্রয়োগ করা হবে না। এদিকে, ন্যাটো সিরীয় সীমান্তের কাছে তুরস্কে ক্ষেপণাস্ত্র মোতায়েনের সিদ্ধান্ত নেয়ার জন্য বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে এক বৈঠকে বসছে। মঙ্গল ও বুধবার ন্যাটোর অন্তর্ভুক্ত ২৮টি দেশের এ বৈঠকে অংশ নেয়ার কথা। সিরিয়ার হামলার আশঙ্কায় বিমান প্রতিরক্ষা বাড়াতে ন্যাটোর কাছে আনুষ্ঠানিক অনুরোধ জানিয়েছিল তুরস্ক। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছেন, আমরা তুরস্কের অনুরোধ ইতিবাচকভাবে বিবেচনা করছি। তবে কোথায়, কতদিনের জন্য এবং কতগুলো ক্ষেপণাস্ত্র মোতায়েন করা হবে সে বিষয়ে এ সপ্তাহেই সিদ্ধান্ত নাও হতে পারে বলে জানান তিনি।
সিরিয়া সংকট কীভাবে মোকাবেলা করা যায় সে বিষয়ে রাশিয়া এবং তুরস্ক ঐকমতে পৌঁছাতে পারেনি। তুরস্ক সফরে দেশটির প্রধানমন্ত্রী রিসেপ তাইপ এরদোগানের সাথে বৈঠকের পর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এ কথা জানিয়েছেন। জানা গেছে, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ সরকারকে সমর্থন না করার এরদোগানের অনুরোধ প্রত্যাখ্যান করেছেন পুতিন।