পটুয়াখালী শহরের পিটিআই ইনস্টিটিউটের পাশ থেকে মঙ্গলবার রাতে ইসলামী ছাত্রশিবিরের ২ কর্মীকে আটক করেছে পুলিশ।
আটককৃতরা হলেন-পটুয়াখালী সদর উপজেলার পুকুরজনা গ্রামের মৃত আবুল কালাম মিয়ার ছেলে সিরাজ মল্লিক (২০) এবং জেলার বাউফল উপজেলার দক্ষিণ মাধবপুর গ্রামের রওশন আলী মৃধার ছেলে কবির হোসেন (২৩)।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বাংলানিউজকে জানান, রাতে শিবিরকর্মীরা পিটিআই ইনস্টিটিউটের পাশে একটি ছাত্রাবাসে গোপন বৈঠক করছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে রাত সাড়ে ৮টার দিকে পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত সন্দেহে ওই দু’জনকে আটক করা হয়। তবে পুলিশের উপস্থিতি বুঝতে পেরে বাকিরা পালিয়ে যায়।
তিনি আরো জানান, আটকদের মোবাইল ফোনে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত জামায়াতে ইসলামীর সাবেক আমির অধ্যাপক গোলাম আযমের মুক্তির দাবিতে আন্দোলন-সংগ্রাম গড়ে তোলার জন্য বিভিন্ন ধরনের উস্কানিমূলক ‘ম্যাসেজ’ (সংক্ষিপ্ত বার্তা) পাওয়া গেছে।