আগামীদিনের মধ্যে সাঈদীর পক্ষে যুক্তি উপস্থাপন শেষ করার নির্দেশ

আগামীদিনের মধ্যে সাঈদীর পক্ষে যুক্তি উপস্থাপন শেষ করার নির্দেশ

জামায়াতে ইসলামীর নায়েবে আমীর দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামিপক্ষের যুক্তি উপস্থাপন কাল বৃহস্পতিবারের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছেন যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল। বিচারপতি নিজামুল হকের নেতৃত্বাধীন যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল-১ এ আসামি পক্ষের আইনজীবীদের আবেদনের প্রেক্ষিতে আজ বুধবার এ আদেশ দেয়।

গতকাল মঙ্গলবার সাঈদীর পক্ষে তার আইনজীবীর মামলার তথ্যগত যুক্তি উপস্থাপনের দিন ধার্য ছিল। কিন্তু হরতালের কারণে আসামিপক্ষের কোনো আইনজীবী উপস্থিত না থাকায় তাদের যুক্তিতর্ক সমাপ্ত ঘোষণা করে রাষ্ট্রপক্ষকে প্রত্যুত্তর দেয়ার নির্দেশ দেয় ট্রাইব্যুনাল। তবে আদেশে বলা হয়েছিল, আসামিপক্ষের আইনজীবীরা যদি পরবর্তীতে যুক্তিতর্ক উপস্থাপনের জন্য আবেদন করেন সে ক্ষেত্রে বিবেচনা করা হবে।

সাঈদীর আইনজীবী মিজানুল ইসলাম যুক্তি উপস্থাপন শেষে সাংবাদিকদের বলেন, হরতালের কারণে ট্রাইব্যুনালে হাজির হতে না পারায় ট্রাইব্যুনাল যুক্তি উপস্থাপন সমাপ্ত করে দেয়। কিন্তু আমরা সকালে আবারো যুক্তি উপস্থাপনের সুযোগ চেয়ে আবেদন করলে ট্রাইব্যুনাল তা মঞ্জুর করে। আমাদের দুপুরের মধ্যে শেষ করতে বলা হয়েছে, তবে বিকাল পর্যন্ত সময় দিয়েছেন ট্রাইব্যুনাল। এ সময়ের শেষ করার চেষ্টা আমরা করবো।

রাষ্ট্রপক্ষের কৌঁসুলি সৈয়দ হায়দার আলী বলেন, ট্রাইব্যুনাল আসামিপক্ষকে  দুপুরের মধ্যে যুক্তি উপস্থাপন শেষ করতে বলা হয়েছে। এর পর রায়ের দিন ঘোষণা ছাড়া অন্য কোনো প্রক্রিয়া নেই।

অন্যান্য ইসলামী জগত বাংলাদেশ রাজনীতি শীর্ষ খবর