যুক্তরাষ্ট্রের ড্রোন আটকের দাবি ইরানের

আরব উপসাগরে ইরান তার আকাশসীমায় যুক্তরাষ্ট্রের একটি চালকবিহীন গোয়েন্দা (ড্রোন) বিমান আটক করেছে বলে জানিয়েছে।

মঙ্গলবার ইরানের সশস্ত্র বাহিনী ইসলামিক রেভল্যুশানারি গার্ডস কোরের (আইআরজিসি) ওয়েবসাইটে এক বিবৃতিতে জানানো হয়, মার্কিন স্ক্যানইগল ড্রোন বিমানটি আরব উপসারগীয় এলাকায় তথ্য সংগ্রহ করার সময় ইরানের আকাশসীমায় ঢুকে পড়লে এটিকে আটক করা হয়।

বিবৃতিতে বিমানটি গত কয়েকদিনের মধ্যে আটক করা হয়েছে বলা হলেও, আটকের সময়টি নির্দিষ্ট করে বলা হয়নি। বিমানটিতে গুলি চালানো হয়েছিলো কি না তাও জানানো হয়নি।

ইরানের পারমাণবিক কার্যক্রম বন্ধের বিষয়ে দু’দেশের মধ্যে উত্তেজনার মাঝেই আবারো যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে এ অভিযোগ তুললো ইরান। সাম্প্রতিক সময়ে ইরান যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বেশ কয়েকবার আকাশসীমা লঙ্ঘনের অভিযোগ তুলেছে।

ইতোমধ্যে ইরানের ওপর কোনো ধরনের সামরিক হামলা চালানো হলে আরব উপসাগরের হরমুজ প্রণালী আটকে দেয়ার হুমকি দিয়েছে দেশটি। বিশ্বের অপরিশোধিত তেলের ৪০ শতাংশই এ পথে পরিবাহিত হয়ে থাকে।

আইআরজিসি’র বিবৃতিতে আরো জানানো হয়, আটককৃত বিমানটি থেকে পাওয়া ভিডিওগুলো পরীক্ষা করে দেখা হচ্ছে।

ওদিকে, ইরানের এ দাবি সম্পর্কে মার্কিন প্রতিরক্ষা বাহিনী অবগত আছে এবং এ ব্যাপারে খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর এক মুখপাত্র।

গত নভেম্বরে একটি মার্কিন তথ্যসংগ্রহকারী ড্রোন বিমানকে ইরানী যুদ্ধবিমান থেকে গুলি করা হয় বলে অভিযোগ করে যুক্তরাষ্ট্র। ওইসময় ইরানের আকাশসীমায় অনধিকার প্রবেশকারী যে কোনো বিমানের ওপর হামলা চালানো হবে বলেও জানায় ইরান।

অন্যান্য আন্তর্জাতিক