সেমিফাইনালে শেখ রাসেল

সেমিফাইনালে শেখ রাসেল

গ্রামীণফোন ফেডারেশন কাপ ফুটবলে চতুর্থ ও শেষ দল হিসেবে সেমিফাইনালে উঠেছে শেখ রাসেল ক্রীড়া চক্র। বুধবার তারা ৪-২ গোলে হারায় আরামবাগ ক্রীড়া সংঘকে।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শুরু থেকেই জমে উঠে আরামবাগ ও শেখ রাসেল ক্রীড়া চক্রের মধ্যকার লড়াই। দুই মিনিটে এগিয়ে যায় শেখ রাসেল। ফয়সাল মাহমুদের কর্নারে ডি বক্সের বাইরে থেকে জালে জড়ান আনোয়ার। দুই মিনিট পর পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুণ করেন আর্নেস্ট সিয়ানকাম। আমাদি মোসেস আর্নেস্ট সিয়ানকাম এমাকোকে ডি বক্সে ফেলে দিলে পেনাল্টির নির্দেশ দেন রেফারি।

বিরতির আগেই সমতায় ফেরে আরামবাগ। ৩২ মিনিটে এলেটা কিংসলের পাস থেকে ব্যবধান কমান জোয়েল উজোমের। ছয় মিনিট পর আরামবাগকে সমতায় ফেরান কিংসলে।

দ্বিতীয়ার্ধে গোল পেতে মরিয়া হয়ে উঠে শেখ রাসেল। ৫৩ মিনিটে আনোয়ারের কাট ব্যাক কোনমতে ব্লক করেন আরামবাগের এক ডিফেন্ডার। কিন্তু ডি বক্সের ভেতর থেকে ফিরতি বলে জোড়ালো শটে গোল করেন ফয়সাল মাহমুদ (৩-২)।

৭৯ মিনিটে ১০ জনের দলে পরিণত হয় আরামবাগ। দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন ডিফেন্ডার দ্বীন মোহাম্মদ। আরামবাগের পরাজয়ের কফিনে শেষ পেরেক ঠোকেন ইউসুফ। ৮৯ মিনিটে আনোয়ারের থ্রু পাসে ইউসুফের আলতো প্লেসিং জালে জড়ালে ৪-২ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে তারা।

শেখ রাসেলের কোচ মারুফুল হক বলেন, ‘প্রথমেই দুই গোলে এগিয়ে যাওয়ায় খেলোয়াড়রা রিল্যাক্স মুডে চলে যায়। খেলোয়াড়রা ভেবেছিলো সহজ জয় পেতে যাচ্ছি। তবে আরামবাগ কঠিন প্রতিপক্ষ। তারা দুই গোল করে সমতায় ফেরে। দ্বিতীয়ার্ধে ভালো খেলেই জয় তুলে নেয় দল ।’

শুক্রবার প্রথম সেমিফাইনালে টিম বিজেএমসি খেলবে মুক্তিযোদ্ধা সংসদের সঙ্গে। অন্যদিকে শনিবার দ্বিতীয় সেমিফাইনালে শেখ জামাল মুখোমুখি হবে শেখ রাসেলের বিপক্ষে।

খেলাধূলা শীর্ষ খবর