পদ্মা সেতু প্রকল্পে বিশ্ব ব্যাংক উত্থাপিত দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে দুর্নীতি দমন কমিশন গঠিত কমিটি কয়েকজনের বিরুদ্ধে মামলার সুপারিশ করেছে।
মঙ্গলবার বিশ্ব ব্যাংক প্যানেলের সঙ্গে বৈঠকের পর দুদক কমিশনার শাহাবুদ্দিন ও প্রতিষ্ঠানের প্রধান কৌঁসুলি আনিসুল হক সাংবাদিকদের এই তথ্য জানান।
প্রতিবেদনে ‘ষড়যন্ত্রে’ জড়িতের তালিকায় কত জনের নাম রয়েছে- জানতে চাইলে দুদক চেয়ারম্যান গোলাম রহমান সাংবাদিকদের বলেন, “১০ জনের কম।”
অনুসন্ধান কমিটি প্রতিবেদন জমা দিলেও তার মূল্যায়ন এখনো শেষ হয়নি বলে জানান আনিসুল হক।
তিনি বলেন, “অনুসন্ধান প্রতিবেদন জমা পড়েছে। তবে মূল্যায়ন এখনো শেষ হয়নি। আগামীকাল মূল্যায়ন শেষ করে আপনাদের কিছু জানাতে পারব।”
প্রতিবেদনে কী বলা হয়েছে- জানতে চাইলে আনিসুল হক বলেন, “দুর্নীতির ষড়যন্ত্রের জন্য মামলার সুপারিশ করা হয়েছে।”
এই আইনজীবী আগে জানিয়েছিলেন, দেশের আইন অনুযায়ী দুর্নীীতর ষড়যন্ত্রও ফৌজদারি অপরাধ।
বুধবারের মধ্যে প্রতিবেদন চূড়ান্ত হবে জানিয়ে দুদক কমিশনার শাহাবুদ্দিন চুপপু সাংবাদিকদের বলেন, মামলা যদি হয় দুই-এক দিনের মধ্যেই হবে।
প্রতিবেদনে কার কার বিরুদ্ধে মামলার সুপারিশ করা হয়েছে- জানতে চাইলে তিনি বলেন, “কয়েকজন ব্যক্তির একটি তালিকা রয়েছে।”
তবে বিভিন্ন টেলিভিশনের খবরে বলা হয়েছে, সাবেক মন্ত্রী ও প্রতিমন্ত্রী সৈয়দ আবুল হোসেন ও আবুল হাসান চৌধুরীর নাম ওই তালিকায় রয়েছে।
আবুল হোসেন ও আবুল হাসানকে সোমবারই জিজ্ঞাসাবাদ করেছিলেন দুদক কর্মকর্তারা।
মামলার সুপারিশ জানিয়ে প্রতিবেদন দাখিলকে কীভাবে দেখছেন- জানতে চাইলে বিশ্ব ব্যাংকের আবাসিক প্রতিনিধি অ্যালেন গোল্ডস্টেইন বলেন, “কিছু অগ্রগতি দেখছি। আমরা দুদকের সঙ্গে কাজ করে যাচ্ছি।”
বুধবার কমিশনের সঙ্গে আবার বৈঠকে বসবেন জানিয়ে তিনি বলেন, এরপর বলার মতো কিছু তৈরি হবে।