সামাজিক যোগাযোগের জনপ্রিয় ওয়েবসাইট ফেসবুকে এবার যুক্ত হলো ছবি যোগ করার নতুন সুবিধা। এখন থেকে মোবাইল ফোন থেকেই স্বয়ংক্রিয়ভাবে ছবি প্রকাশ করতে পারবেন ব্যবহারকারীরা। সম্প্রতি এক পরিসংখ্যানে জানা গেছে, বর্তমানে ফেসবুকে ব্যবহারকারীরা প্রতিদিন প্রায় ৩০ কোটি ছবি আপলোড করেন!
নতুন এ সুবিধা যুক্ত হওয়ার ফলে এ সংখ্যা আরও বাড়বে বলেই বিশ্বাস ফেসবুক কর্তৃপক্ষের। সম্প্রতি মোবাইল ফোনের অ্যাপসের নতুন হালনাগাদে নতুন সুবিধাটি যুক্ত করা হয়েছে। যুক্ত হওয়া ব্যাকগ্রাউন্ড আপলোড সুবিধার মাধ্যমে দুটি ট্যাপের মাধ্যমে উত্তোলিত শেষের ২০টি ছবি এবং পরবর্তী সময়ে তোলা সব ছবি স্বয়ংক্রিয়ভাবে ফেসবুকে আপলোড হয়ে যাবে।
তবে এ ক্ষেত্রে সরাসরি নিজের ফেসবুক ওয়ালে ছবিগুলো যাবে না।
প্রাথমিকভাবে ছবিগুলো একটি অ্যালবামে আপলোড হবে। পরবর্তী সময়ে ব্যবহারকারী পছন্দ অনুযায়ী ছবিগুলো শেয়ার করতে পারবেন।
ফেসবুক অ্যাপসে এ ধরনের বড় সুবিধা যুক্ত করার ঘটনা এবারই প্রথম। এর আগে ফ্রেন্ড ট্যাগিং করা এবং ম্যানুয়াল মোবাইল আপলোড সুবিধা বেশ জনপ্রিয়তা পেয়েছিল।
নতুন সুবিধাটি ব্যবহারকারীদের ছবি আপলোড করার পদ্ধতি আরও সহজ করে দিয়েছে। ইতিমধ্যে অ্যান্ড্রয়েড, আইফোনসহ বিভিন্ন ডিভাইসে ফেসবুক অ্যাপস ব্যবহারকারীরা হালনাগাদ করার অপশন পেয়েছেন।
হালানাগাদ হয়ে গেলে ছবি তুললেই সেটি স্বয়ংক্রিয়ভাবে ফেসবুকে আপলোড হয়ে যাবে। নতুন এ সুবিধার নানা ভালো দিক থাকলেও এ নিয়ে কিছুটা শঙ্কাও প্রকাশ করেছেন প্রযুক্তি নিরাপত্তা বিশেষজ্ঞরা। তাঁদের মতে, এ সুবিধার ফলে অনেক সময় ব্যক্তিগত ছবিও প্রকাশ হওয়ার আশঙ্কা রয়েছে। এ ক্ষেত্রে মোবাইল ফোনে ছবি আপলোডের ক্ষেত্রে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তাঁরা।