ইসরায়েলি কূটনীতিককে তলব করেছে যুক্তরাজ্য ও ফ্রান্স

পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালেমে প্রায় তিন হাজার বাড়ি নির্মাণ সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে ইসরায়েলি রাষ্ট্রদূতকে তলব করেছে যুক্তরাজ্য এবং ফ্রান্স।

ফিলিস্তিনকে জাতিসংঘ কর্তৃক পর্যবেক্ষক রাষ্ট্র হিসেবে স্বীকৃত দেওয়ার একদিন পরেই পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালেমে প্রায় তিন হাজার বাড়ি নির্মাণের সিদ্ধান্ত নেয় ইসরায়েল।

সোমবার এক বিবৃতিতে যুক্তরাজ্য কর্তৃপক্ষ জানায়, এই সিদ্ধান্তের ফলে ফিলিস্তিনের সাথে ইসরায়েলের প্রতিশ্রুতিবদ্ধ শান্তি রক্ষা প্রক্রিয়া শেষ পর্যন্ত ব্যর্থতায় পর্যবসিত হতে পারে।

এদিকে জাতিসংঘ বলেছে, প্রতিবেশি দেশ দু’টোর মধ্যে শান্তি প্রতিষ্ঠার পথে মারাত্মক বাধা হয়ে দাঁড়াবে ঐ বাড়িগুলো।

অপরদিকে এই সিদ্ধান্তের বিরোধীতা করে ইসরায়েলকে আগ্রাসী অবস্থান ত্যাগের আহবান জানায় বিশ্বের অন্যতম পরাশক্তি রাশিয়া এবং জার্মানি।

 

অন্যান্য আন্তর্জাতিক শীর্ষ খবর