জামায়াত নিষিদ্ধের পরিকল্পনা নেই: আশরাফ

জামায়াত নিষিদ্ধের পরিকল্পনা নেই: আশরাফ

জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার কোন পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছেন আওয়ামী লীগ মুখপাত্র সৈয়দ আশরাফুল ইসলাম।

বৃহস্পতিবার দুপুরে সিলেটের বিশ্বনাথে উপজেলা আওয়ামী লীগ অয়োজিত জনসভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্থানীয় সরকার মন্ত্রী এ কথা বলেন।

তবে যুদ্ধাপরাধীদের বিচারের রায় অচিরেই কার্যকর করা হবে মন্তব্য করে তিনি বলেন, “তারা যেহেতু যুদ্ধাপরাধের সঙ্গে জড়িত ছিল তাই তাদের উপযুক্ত শাস্তি দেয়া হবে।”

যুদ্ধাপরাধের মামলায় গ্রেপ্তার শীর্ষ নেতাদের মুক্তির দাবিতে চলতি মাসের শুরু থেকে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে পুলিশের ওপর হামলা ও ভাঙচুর চালিয়ে আসছে জামায়াত-শিবির। রাজধানীর কারওয়ান বাজারে আইনমন্ত্রী শফিক আহমেদের গাড়িবহরও তাদের হামলার মুখে পড়ে। এ ছাড়া জয়পুরহাটে এক পুলিশ সদস্যের গায়ে আগুন দেয় ছাত্রশিবির কর্মীরা।

পুলিশের ওপর হামলার ঘটনার পর ক্ষমতাসীন দলের কয়েকজন নেতাও জামায়াতের রাজনীতি নিষিদ্ধের দাবি জানান।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, “বিএনপি চেয়ারপারসন রাজপথ অবরোধের যে ঘোষণা দিয়েছেন তা বাস্তবায়ন হবে কি না সেটা দেখার বিষয়।”

হরতাল অবরোধের রাজনীতি বাদ দিয়ে সংসদে গিয়ে বিরোধী সাংসদদের জনগণের সমস্যার কথা বলার পরামর্শ দিয়ে আশরাফ বলেন, “সংসদ ও সংসদের বাইরে আলোচনার পথ খোলা রেখে জনগণকে কষ্ট দেয়া ঠিক হবে না।”

বুধবার ১৮ দলের জনসভায় আগামী ৯ ডিসেম্বর রাজপথ অবরোধেরও ঘোষণা করা হয়। ওই সমাবেশে জামায়াতের এক নেতা স্বরাষ্ট্রমন্ত্রীকে চ্যালেঞ্জ করে পুলিশকে বাদ দিয়ে আওয়ামী লীগকে রাজপথে নামার আহ্বান জানান।

আওয়ামী লীগ মুখপাত্র বলেন, “আমরা বারবার সংসদে এসে আলোচনার আহ্বান জানিয়েছি, কিন্তু আলোচনা না করে তারা নৈরাজ্যের পথ বেছে নিচ্ছেন।”

এর আগে সকালে সিলেট নগরীর তোপখানায় নগর স্বাস্থ্যকেন্দ্রের উদ্বোধন করেন স্থানীয় সরকার মন্ত্রী।

শীর্ষ খবর