ভোলার সাবেক এমপি নজরুল মারা গেছেন

ভোলার সাবেক এমপি নজরুল মারা গেছেন

ভোলা-২ আসনের সাবেক সংসদ সদস্য, আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম আর নেই।

বুধবার সন্ধ্যায় ঢাকার ল্যাব এইড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই আওয়ামী লীগ নেতা। তার বয়স হয়েছিল ৮০ বছর।

মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম ১ ছেলে ও ২ মেয়ে রেখে গেছেন।

কিডনি ও লিভারের জটিলতা নিয়ে নজরুল গত প্রায় এক মাস ধরে হাসপাতালে ছিলেন। অবস্থার অবনতি হলে মঙ্গলবার থেকে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল বলে জানান দৌলতখান উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মামুনুর রশিদ বাবুল চৌধুরী।

তিনি জানান, আগামী শুক্রবার দৌলতখান বাজারের নিজ বাস ভবনের সামনে নজরুলের জানাজা হবে। পরে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

নজরুল ইসলাম ১৯৭০ সালে পাকিস্তান জাতীয় পরিষদের সদস্য নির্বাচিত হন। ’৭৩ ও ’৭৯ সালে আওয়ামী লীগের প্রার্থী হিসাবে ভোলা-২ (দৌলতখান-বোরহানউদ্দিন) আসনে সংসদ সদস্য ছিলেন তিনি। ’৮৬ সালে তিনি উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেন।দৌলতখান উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। দীর্ঘ রাজনৈতিক জীবনে নজরুল দৌলতখান

নজরুল ইসলামের মৃত্যুতে ভোলা-২ আসনের বর্তমান সাংসদ তোফায়েল আহমেদ, সাবেক সাংসদ হাফিজ ইব্রাহিম, উপজেলা চেয়ারম্যান মামুনুর রশিদ বাবুল চৌধুরী শোক প্রকাশ করেছেন।

রাজনীতি