বৃহস্পতিবার বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) নির্বাচন। বিওএ ভবনে সকাল ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ৭৯ জন কাউন্সিলর ভোট দেবেন।
বিওএ’র এবারের নির্বাচনে ৩০টি পদের মধ্যে ১৯টিতে নির্বাচন হবে। পাঁচটি সহ-সভাপতি পদের মধ্যে তিনটি, তিনটি উপ-মহাসচিবের পদের মধ্যে দুটি ও ১৯টি সদস্য পদের মধ্যে ১৪টিতে হবে নির্বাচন।
সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ইকবাল করিম ভূঁইয়া। মহাসচিব পদেও কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সৈয়দ শাহেদ রেজা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
দুটি নন-অলিম্পিয়ান সহ-সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি রাফিয়া আক্তার ডলি ও আবাহনীর পরিচালক অঞ্জন চৌধুরী পিন্টু।
নন-অলিম্পিয়ান উপ-মহাসচিবের একটি পদে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহ-সভাপতি বাদল রায় এবং কোষাধ্যক্ষ পদে আর্চারি ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজিবুদ্দীন আহমেদ চপল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
আর পাঁচটি সদস্য পদে বিনা প্রতিদ্বিন্দ্বতায় নির্বাচিত হয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক পরিচালক দেওয়ান শফিউল আরেফিন টুটুল, ঢাকা বিভাগের কুতুবউদ্দিন আকসির, খুলনা বিভাগের এসএম মোর্তজা রশিদী দারা, রংপুর বিভাগের অ্যাডভোকেট শাহ মাসুদ জাহাঙ্গীর কবির মিলন এবং বিমানবাহিনীর ক্রীড়া উন্নয়ন বোর্ডের উইং কমান্ডার এম রফিকুল ইসলাম।
অলিম্পিয়ান সহ-সভাপতির তিনটি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন সাবেক সংসদ সদস্য মিজানুর রহমান মনু, বাফুফের সদস্য হারুনুর রশিদ, জিমন্যাস্টিক্স ফেডারেশনের সভাপতি শেখ বশির আহমেদ মামুন ও অ্যাথলেটিক্স ফেডারেশনের সভাপতি এসএম আলী কবির।
অলিম্পিয়ান উপ-মহাসচিবের দুটি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন সাইক্লিং ফেডারেশনের সাধারণ সম্পাদক ইমতিয়াজ খান বাবুল, ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু ও বাস্কেটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক এসএস সরকার।
আর ১৪টি সদস্য পদে নির্বাচন করছেন ১৬ জন। শাহেদ রেজার প্যানেলের বাইরে থেকে নির্বাচন করছেন বাংলাদেশ জুডো অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক হাসানুজ্জামান মনির ও ক্রীড়া সংগঠক আব্দুল কাদের।
১৯৭৪ সালে বিওএ প্রতিষ্ঠার পর থেকে জাতীয় ক্রীড়া পরিষদের তত্ত্বাবধানে অ্যাডহক কমিটি গঠন হতো। ২০০০ সালে প্রথমবারের মতো বিওএতে নির্বাচন হয়। প্রয়াত জাফর ইমাম ছিলেন প্রথম নির্বাচিত মহাসচিব।
চার বছর পর-পর নির্বাচন হওয়ার কথা থাকলেও ২০০৮ সালে বিওএ’র দ্বিতীয় নির্বাচন হয়। সেবার শুধুমাত্র মহাসচিব পদে নির্বাচন হয়েছিল। ভলিবল ফেডারেশনের সভাপতি গোলাম কুদ্দুস চৌধুরীকে হারিয়ে নির্বাচিত হয়েছিলেন বর্তমান মহাসচিব কুতুবউদ্দিন আহমেদ।