সরকারি কর্মচারীরা শেয়ারবাজারে বিনিয়োগ করতে পারবে না: পরিপত্র জারি

সরকারি কর্মচারীরা শেয়ারবাজারে বিনিয়োগ করতে পারবে না: পরিপত্র জারি

সরকারি কর্মচারীরা শেয়ারবাজারে বিনিয়োগ করতে পারবে না মর্মে একটি পরিপত্র জারি করা হয়েছে। বুধবার এ পরিপত্র জারি করে জন প্রশাসন বিভাগ।

এর আগে সোমবার মন্ত্রিসভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে সৃষ্ট অচলাবস্থার কারণে মঙ্গলবার ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে লেনদেন বন্ধ রাখা হয়।

বুধবার সকালে আধা ঘণ্টা দেরিতে লেনদেন শুরু হলেও বিনিয়োগকারীদের বিক্ষোভ চলে। এসময় বিনিয়োগকারীরা ডিএসই’র প্রধান ফটকে তালা লাগিয়ে দেয় এবং ডিএসই ভবনের বিভিন্ন তার ছিঁড়ে এনে তাতে আগুন ধরায়।

এদিকে, বুধবার সকালেই এসইসির চেয়ারম্যান খায়রুল হোসেন সাংবাদিকদের জানান, সরকারি কর্মচারীরা শেয়ার বাজারে বিনিয়োগ করতে পারবে না এমন নতুন কোনো সিদ্ধান্ত সোমবারের মন্ত্রিসভায় নেওয়া হয়নি।

বাংলাদেশ