প্রস্তুতি সম্পন্ন, কেন্দ্রে যাচ্ছে ইভিএম ও ওয়েবক্যাম

প্রস্তুতি সম্পন্ন, কেন্দ্রে যাচ্ছে ইভিএম ও ওয়েবক্যাম

নরসিংদী পৌরসভার মেয়র পদেও উপ নির্বাচনের পুরো প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন।

এরই অংশ হিসেবে বুধবার সকাল থেকে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে নির্বাচনী কাজে অংশ নেওয়া কর্মকর্তাদের ইভিএম ও ওয়েবক্যাম পরিচালনার ওপর কারিগরি প্রশিক্ষণ প্রদান করা হয়।

সকাল ১০টায় এ উপনির্বাচনে প্রতিটি বুথে ওয়েরক্যাম স্থাপন ও পরিচালনার ওপর টেকনিক্যাল এক্সপার্টদের সেশন ব্রিফিং দেওয়া হয়। কমিশনের উদ্যোগে ৬৫ জন টেকনিক্যাল এক্সপার্টকে এ ব্রিফিং দেওয়া হয়। ইউএনডিপির অর্থয়নে নির্বাচন পরবর্তী বিতর্ক এড়াতে এ প্রযুক্তির ব্যবস্থা করা হবে। সেশন ব্রিফিং শেষে ভোটকক্ষে ওয়েবক্যাম বসানোর সকল সরঞ্জাম টেকনিক্যাল এক্সপার্টদের হাতে তুলে দেওয়া হয়।

রিটার্নিং অফিসার মু. আবদুল অদুদের সভাপতিত্বে সেশন ব্রিফিং অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ওবাদুল আজম, নির্বাচন কমিশনের আঞ্চলিক কর্মকর্তা মিহির সারোয়ার মোর্শেদ, নির্বাচন কশিশনের সিস্টেম ম্যানেজার মো. রফিকুল ইসলাম টেকনিক্যল এক্সপার্টদের প্রকল্প সমন্বয়কারী মো. আবদুল আলীম।

এরপরই নির্বাচনের দায়িত্বরত কর্মকর্তাদের কাছে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) সরবরাহ করা হয়।

এদিকে নরসিংদী পৌরসভার মেয়র পদে উপনির্বাচন উপলক্ষে শহরজুড়ে ৫ স্তরের নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। শহরে প্রবেশ এবং বাহিরের ৪টি গুরুত্বপূর্ণ পয়েন্টে র‌্যাবের চেকপোস্ট বসানো হয়েছে। চলছে চেকিং। পাশাপাশি র‌্যাব, পুলিশসহ আইন শৃখ্যলা বাহিনীর সদস্যরা শহরের অলি গলিসহ প্রতিটি গুরুত্বপূর্ণ পয়েন্টে মহড়া চালাচ্ছে।

শহরের বিভিন্ন পয়েন্টে সাদা পোশাকের বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা তল্লাশি চালাচ্ছে।

সকালেই জেলা স্টেডিয়ামে ৩১টি কেন্দ্রে নির্বাচনী কাজে নিয়োজিত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিশেষ ব্রিফিং প্রদান করেন পুলিশ সুপার খ. মহিদ উদ্দিন।

এদিকে ১৯ জানুয়ারির এ নির্বাচনে ভোটারদের উৎসবের আমেজে ভোট কেন্দ্রে আসার আবারও আহবান জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা মু. আব্দুল অদুদ।

তিনি বলেন, এরই মধ্যে ভোট গ্রহণের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।’

বাংলানিউজের কাছে তিনি বলেন, ‘নির্বাচনের আগ মুহূর্তে সাবেক মেয়র লোকমান হত্যার প্রায় সকল আসামি জামিনে মুক্তি পাওয়ায় ভোটারদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে বলে অনেকেই উল্লেখ করেছে।’

তিনি বলেন, ‘খোলা দৃষ্টিতে এটা আতঙ্কের হলেও নির্বাচনে এর কোনো প্রভাব পড়ার সম্ভাবনা নেই।’

নির্বাচন উপলক্ষ্যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনি সম্পর্কে তিনি বলেন, ‘নির্বাচনে প্রায় তিনশতাধিক র‌্যাব সদস্য, ৮ শতাধিক পুলিশ ও সাড়ে পাঁচ’শ আনসার নিরাপত্তার কাজে জেলা পুলিশের সঙ্গে অতিরিক্ত হিসেবে নিয়োজিত থাকবে।’

রিটার্নিং কর্মকর্তা বলেন, ‘প্রতিটি কেন্দ্রে ৭ জন পুলিশ ও ১৭ জন আনসার মোতায়েন থাকবে।’

এ ছাড়া প্রতি ২টি কেন্দ্রের জন্য একটি করে মোবাইল টিম নিয়োজিত থাকবে বলেও জানান তিনি।

মু. আব্দুল অদুদ বলেন, ‘মোট ২২টি স্পটে এ নির্বাচনে ৩১টি ভোটকেন্দ্রের ১৯৮টি ভোটকক্ষের মাধ্যমে ৭৭ হাজার ৫৮১ জন ভোটার ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট দেওয়ার সুযোগ পাবেন। এরমধ্যে পুরুষ ভোটার ৩৮ হাজার ২৬৫ জন ও মহিলা ভোটার ৩৯ হাজার ৩১৬ জন।’

তিনি বলেন, ‘নির্বাচনের প্রস্তুতির সময়ের চেয়ে এখন এ উপ-নির্বাচনের পরিবেশ অনেকটাই ভালো। আগে এখানে একটি গুমট পরিবেশ থাকলেও নির্বাচনে নিহত মেয়র লোকমানের পরিবারের সদস্য অংশ নেওয়ায় সেই পরিবেশ অনেকটাই কেটে গেছে।’

তিনি সকল ভোটারকে আতঙ্ক পরিহার করে উৎসবের আমেজে ভোটের দিন ভোট কেন্দ্রে আসার আহবান জানান।

রিটানিং কর্মকর্তা বলেন, ‘আতঙ্ক কাটাতে মঙ্গলবার বিকেলে র‌্যাব শহরে মহড়া দিয়েছে। যা নির্বাচনের পরের দিন ও চলবে।

তিনি আরো বলেন, ‘এরই মধ্যে ভোটের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।’

বাংলাদেশ