আইয়ুব বাচ্চু এখন শঙ্কামুক্ত।

আইয়ুব বাচ্চু এখন শঙ্কামুক্ত।

এলআরবি ব্যান্ড দলের প্রধান আইয়ুব বাচ্চু ২৭ নভেম্বর রাতে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তবে তিনি এখন অনেকটা শঙ্কামুক্ত বলে কর্তব্যরত ডাক্তার জানিয়েছেন। তবে পুরো শঙ্কা কাটতে সময় নিতে হবে আরও এক মাস। আইয়ুব বাচ্চু তার নিজের বাসায় ফিরবেন ৩০ নভেম্বর।

বাংলাদেশের ব্যান্ড দলের শীর্ষ সংগঠন বামবার সাধারণ সম্পাদক মনিরুল টিপু গ্লিটজকে বলেন, ‘আমি খবর পেয়ে দেখতে গিয়েছিলাম তখন কর্তব্যরত ডাক্তার আবদুল্লাহ-আল জামিল জানিয়েছেন ফুসফুসে পানি জমার কারণে বাচ্চু ভাইয়ের শ্বাস-প্রশ্বাস নিতে বেশ কষ্ট হচ্ছিল। গতরাতে চিকিৎসা দেওয়ার পর সকাল থেকে তার অবস্থার বেশ উন্নতি ঘটেছে। আপাতত শ্বাসকষ্টজনিত সংকট কাটলেও এখনও তিনি পুরোপুরি সুস্থ নন। তাকে আরও এক মাস টানা বিশ্রামে থাকতে হবে।’

আইয়ুব বাচ্চুর ব্যান্ড এলআরবির শব্দ প্রকৌশলী-ব্যবস্থাপক শামীম গ্লিটজকে বলেন, ‘বাচ্চু ভাই এখন স্বাভাবিক আছেন। চিকিৎসকের পরামর্শে বাচ্চু ভাইকে এক মাস বিশ্রামে থাকতে বলা হয়েছে। ২ দিন পর তিনি বাসায় ফিরবেন। আর তাই আগামী এক মাসের সব কনসার্ট বাতিল করা হয়েছে। বাচ্চু ভাই কনসার্ট বাতিলের জন্য সবার কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন।’

২৭ নভেম্বর মঙ্গলবার রাতে হঠাৎ করে অসুস্থ বোধ করায় রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয় আইয়ুব বাচ্চুকে। বর্তমানে তিনি হাসপাতালটির করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) কার্ডিওলজিস্ট আবদুল্লাহ-আল জামিলের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন।

অন্যান্য