মেক্সিকোর উত্তর পশ্চিমাঞ্চলীয় সিনালোয়া রাজ্যে সন্দেহজনক একটি সংঘবদ্ধ চক্র ও সৈন্যদের মধ্যে বন্দুকযুদ্ধে ২২ বছর বয়সী এক মেক্সিকান সুন্দরী নিহত হয়েছেন। সোমবার প্রসিকিউটর এ কথা জানান।
কর্তৃপক্ষের ধারণা মারিয়া সুসানা ফ্লোরেস সংঘবদ্ধ চক্রের সদস্য ছিলেন এবং শনিবারের বন্দুকযুদ্ধে তিনি গুলি করতে পারেন। তিনি ওম্যান অব সিনালোয়া-২০১২ নির্বাচিত হয়েছিলেন। এ সংঘবদ্ধ চক্রের গাড়িতে তার লাশের পাশে একটি একে-৪৭ রাইফেল পাওয়া যায়।
সিনালোয়া রাজ্যের প্রসিকিউটর মার্কো অ্যান্টোনিও হিগুয়েরা গোমেজ এক সাংবাদিক সম্মেলনে বলেন, ‘তিনি সেনা বাহিনীর সদস্যদের সাথে সংঘর্ষে লিপ্ত হওয়া অপরাধী চক্রে ছিলেন।’
গোমেজ জানান, ফরেনসিক পরীক্ষায় জানা যায় ওই মেক্সিকান সুন্দরী গুলিবিদ্ধ হয়ে মারা যান।
মকোরিতো পৌরসভায় বন্দুক যুদ্ধে ফ্লোরেসসহ আরো দুই পুরুষ ও দুই মহিলা এবং একজন সৈন্য নিহত হয়।
সেনা সদস্যরা ঘটনাস্থল থেকে সাতটি একে ৪৭ রাইফেল, একটি গ্রেনেড লঞ্চার, দু’টি গ্রেনেড, একটি ৪০ এমএম ক্যালিবার রাইফেল, একটি হ্যান্ডগান ও প্রায় এক হাজার রাউন্ড গুলি উদ্ধার করে।