টাঙ্গাইলের ধনবাড়িতে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বলেছেন, বিরোধী দলের নেত্রী যতই চেষ্টা করুন না কেন তিনি যুদ্ধাপরাধীদের বাঁচাতে পারবেন না। বঙ্গবন্ধুর খুনীদের বিচার করা হয়েছে। যুদ্ধাপরাধীদের বিচার শুরু হয়েছে। সরকার তাদের বিচার করবে। বিকালে উপজেলা কমপ্লেক্স এর উদ্বোধন উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধানমন্ত্রী বলেন, আমরা কথা দিয়েছিলাম যুদ্ধাপরাধীদের বিচার করবো। আমরা কথা রেখেছি। বিচারের কাজ শুরু হয়েছে। বিরোধী নেত্রীকে বলতে চাই যতই চেষ্টা করুন, জ্বালাও পোড়াও করুন, মানুষ খুন করুন, যুদ্ধাপরাধীদের বাঁচাতে পারবেন না।
বিরোধী দলের সমালোচনা করে তিনি বলেন,তারা দুনীতি আর লুটপাট ছাড়া দেশের মানুষকে আর কিছুই দিতে পারেনি। বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার দুই ছেলের পাচার করা অর্থ ফিরিয়ে এনে তা জনগণের কল্যাণে ব্যয় করা হবে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, উনার ছেলেরা নাকি সৎ। একথা বলার দু’দিন পরেই ধরা পড়লেন। চোরের মার বড় গলা।আর গলাবাজি করবেন না। মানুষ শান্তিতে আছে, শান্তিতে থাকতে দিন। প্রধানমন্ত্রী দুপুর ১টা ২০ মিনিটে টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার নবনির্মিত উপজেলা কমপ্লেক্স ভবন আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। বিকালে সেখানে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন।