বসুন্ধরা আবাসন মেলা-২০১২ নিয়ে ক্রেতাদের মধ্যে ব্যাপক সাড়া পড়েছে। প্রতিদিনই স্টলগুলোতে ভিড় লেগে আছে বলে জানিয়েছেন ইস্ট ওয়েস্ট প্রপার্টিজ ডেভেলপমেন্টের নির্বাহী পরিচালক তৌহিদুল ইসলাম।
‘সবুজে বাঁচুন’ এই অঙ্গীকার নিয়ে গত অক্টোবর মাসে শুরু হওয়া এ মেলা শেষ হবে ৩০ নভেম্বর।
তৌহিদুল ইসলাম বলেন, “প্রতিদিনই আসছেন নানা শ্রেণী-পেশার মানুষ। কেউ প্লট কিনছেন, কেউ ফ্ল্যাট। তবে প্লট বিক্রি হচ্ছে সবচেয়ে বেশি। আল্লাহর অশেষ রহমতে বসুন্ধরা গ্রুপ গত ২৫ বছরে গ্রাহকের আস্থা অর্জনে সক্ষম হয়েছে। দেড় মাসব্যাপী এ মেলায় ক্রেতাদের কাছ থেকে অভূতপূর্ব সাড়া পাওয়া যাচ্ছে।”
ধানমন্ডি থেকে মেলায় আসা আরিফুল ইসলাম বসুন্ধরার একক আবাসন মেলা থেকে ৩০ কাঠা জমি কিনেছেন। বসুন্ধরার কেরানীগঞ্জ প্রকল্পে জমি পেয়ে তিনি বেশ আনন্দিত।
তিনি বলেন, ‘‘বসুন্ধরায় জমি কিনলে পাওয়া যায়। কাঠাপ্রতি মাত্র ১২ লাখ টাকায় জমি পেয়েছি। এটা বর্তমান বাজারে ভাবাই যায় না।’’
তিনি আরও বলেন, ‘‘এর আগেও আমি বসুন্ধরা থেকে জমি কিনেছি। বসুন্ধরায় বিনিয়োগ সবচেয়ে নিরাপদ। তাই সন্তানদের ভবিষ্যতের কথা ভেবে আমি আবারও বসুন্ধরায় জমি কেনার সিদ্ধান্ত নিয়েছি।’’
টঙ্গী থেকে আসা চাকরিজীবী শারমিন আহমেদও বললেন একই কথা।
তিনি বলেন, ‘‘বসুন্ধরায় জমি কিনলে পরবর্তীকালে দ্বিগুণ দাম পাওয়া যায়। জমি হস্তান্তরের বিষয়ে বসুন্ধরার সুখ্যাতি রয়েছে।’’
শিগগিরই তিনি বসুন্ধরার বারিধারা প্রকল্প থেকে একটি প্লট নেবেন বলে জানান।
বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত বসুন্ধরা কর্পোরেট অফিসে চলছে বসুন্ধরা আবাসন মেলা। ইস্ট ওয়েস্ট প্রপার্টি ডেভেলপমেন্টের উদ্যোগে আয়োজিত এ মেলা একই সঙ্গে চলছে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার ব্লক-এ এর ১২৫ নম্বর প্লটে অবস্থিত বসুন্ধরা গ্রুপের কর্পোরেট অফিস, পান্থপথের বসুন্ধরা সিটি শপিং মলের লেভেল-১১ এবং বাংলাদেশ-চীন মৈত্রী সেতু (বুড়িগঙ্গা সেতু-১) সংলগ্ন বসুন্ধরা রিভারভিউ সাইড অফিসে।
বসুন্ধরা আবাসিক প্রকল্প, বারিধারার ‘পি’ ব্লকের প্রতি কাঠার মূল্য ২১ লাখ টাকা। মেলা উপলক্ষে কাঠাপ্রতি পাঁচ লাখ টাকা ছাড়ের ঘোষণা দেওয়া হয়েছে। মেলা চলাকালে কাঠাপ্রতি ১৬ লাখ টাকা মূল্য ধরা হয়েছে। মেলায় তিন কাঠা, পাঁচ কাঠা, দশ কাঠা ও এক বিঘার প্লট রয়েছে।
ক্রেতারা মেলায় প্লট ও ফ্ল্যাটের বুকিং দিতে পারেন মাত্র দুই লাখ টাকায়। প্রতিটি বুকিংয়ে ফ্রি এলইডি টিভি ও ল্যাপটপ দেওয়া হবে। আর যারা বুকিং দেবেন তাদের মধ্য থেকে একজন পেতে পারেন আকর্ষণীয় একটি ব্র্যান্ড নিউ গাড়ি।