বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানস্থ বাসায় দীর্ঘ আড়াই ঘণ্টা অবস্থান করলেন ভারতীয় হাইকমিশনার পঙ্কজ শরণ।
রোববার রাত ৮টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত বিরোধী দলীয় নেতার বাসায় অবস্থান করেন ভারতীয় হাইকমিশনার।
বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন খালেদা জিয়ার প্রেসসচিব মারুফ কামাল খান।
এসময় আরো উপস্থিত ছিলেন, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার, ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী, খালেদা জিয়ার উপদেষ্টা রিয়াজ রহমান ও প্রেসসচিব মারুফ কামাল খান।
বিশ্বস্ত সূত্র জানায়, ভারতীয় হাই কমিশনারের সৌজন্যে একটি নৈশভোজের আয়োজন করেন বিএনপি চেয়ারপারসন। এ নৈশভোজে যোগ দিতেই গিয়েছিলেন পঙ্কজ শরণ।
এ ব্যাপারে জানতে চাইলে খালেদা জিয়ার উপদেষ্টা রিয়াজ রহমান এত রাতে কথা বলতে চান না বলে বিষয়টি এড়িয়ে যান তিনি।
বিএনপির একটি দায়িত্বশীল সূত্র বাংলানিউজকে জানায়, পবিত্র আশুরার এ দিনে তারা নৈশভোজের আগে বিরোধীদলীয় নেতার সাম্প্রতিক ভারত সফর এবং বাংলাদেশের বর্তমান রাজনীতি ও সমসাময়িক বিষয় নিয়ে দীর্ঘ আলোচনা করেন।
উল্লেখ্য, সপ্তাহব্যাপী ভারত সফর করে চলতি মাসের ৩ তারিখে দেশে ফেরেন বিএনপি চেয়ারপারসন।