বিশ্বের সর্ববৃহৎ শপিংমল নির্মাণ করবে দুবাই

বিশ্বের সর্ববৃহৎ শপিংমল নির্মাণ করবে দুবাই

বিশ্ব মন্দার ধাক্কা খাওয়ার পূর্বে বড় বড় সব স্থাপনা প্রকল্প বাস্তবায়নের জন্য আলাদা একটা সুনাম ছিল দুবাইয়ের। সাম্প্রতিক একটি ঘোষণায় সেই পুরনো অবস্থানে ফেরার আভাস দিল উপসাগরীয় এ বাণিজ্যিক শহরটি।

শনিবার তেমনই নতুন একটি প্রকল্পের ঘোষণা দিলেন দুবাইয়ের শাসক শেখ মো. বিন রশিদ আল-মাকতাউম।

একটি পার্ক সম্বলিত বিশ্বের সর্ববৃহৎ শপিংমল নির্মাণের পরিকল্পনা হাতে নিয়েছে কর্তৃপক্ষ যা কিনা তাদের কাছে ‘দুবাই শহরের ভেতর আরেকটি শহর’ প্রকল্প। ইতোমধ্যে এর নাম নির্ধারণও করা হয়ে গেছে, মোহাম্মদ বিন রশিদ সিটি। শুধু তাই নয়, লন্ডনের বিখ্যাত হাইড পার্কের চেয়েও ৩০ শতাংশ বড় পরিসরে নির্মিত হবে ঐ পার্কটি।

শেখ মো. বিন রশিদ আল-মাকতাউমের বরাত দিয়ে বিবৃতিতে আরো বলা হয়, প্রতিবছর দুবাইয়ে পর্যটক সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এজন্য বিভিন্ন সুযোগ-সুবিধাও বাড়ানো দরকার। প্রায় ৮ কোটি মানুষের কথা মাথায় রেখে পর্যটন উপযোগী করে নির্মিত হবে শপিংমলটি। আধুনিক দুবাইয়ের সকল সুবিধাই থাকবে নতুন এই প্রকল্পে।

তবে কবে নাগাদ এর নির্মাণ কাজ শুরু হবে কিংবা এতে কি পরিমাণ অর্থ ব্যয় করা হবে, এ ব্যাপারে বিস্তারিত কিছু বলা হয়নি বিবৃতিতে।

উল্লেখ্য, চলতি বছরের এ পর্যন্ত প্রায় ৬.২ কোটি পর্যটক দুবাই ভ্রমণ করেছে।

আন্তর্জাতিক