ভারতের ব্যাটিং বিপর্যয়

ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে ভারত। ১১৭ রান তুলতে ৭ উইকেট হারিয়েছে তারা। খেলার তৃতীয় দিন ৩৩ ওভার ব্যাট করতেই তাদের এই বিপত্তি।

ভারত প্রথম ইনিংস: ৩২৭ (১১৫.১ ওভার), দ্বিতীয় ইনিংস: ১১৭/৭ (৩৩ ওভার)
ইংল্যান্ড প্রথম ইনিংস: ৪১৩ (১২১.৩ ওভার)

ইংল্যান্ড প্রথম ইনিংসে এগিয়ে ছিলো ৮৬ রানে। ভারত এখন ৩১ রানে এগিয়ে। তাদের হাতে আছে তিন উইকেট। ইংলিশ অফ স্পিনার মন্টে মানেসার যেভাবে উইকেট তাড়া করে ফিরছেন, তাতেকরে লেজের ব্যাটসম্যানদের নিয়ে কতটা এগুতে পারবে ভারত, বলা মুশকিল। পানেসার ৫ উইকেট নিয়ে এরই মধ্যে প্রতিপক্ষের ইনিংসে ধ্বস নামিয়েছেন। দ্বিতীয় ইনিংসে ওপেনার গৌতম গম্ভীর কেবল দলের হাল ধরে আছেন। ৫৩ রানে তিনি অপরাজিত।

ভারতের প্রথম ইনিংসে সেঞ্চুরি করেছেন চেতেশ্বর পুজারা। ১৩৫ রান আসে তাঁর ব্যাট থেকে। ইংল্যান্ডের প্রথম ইনিংসে দু’জন ব্যাটসম্যানের সেঞ্চুরি আছে। তাদের ওপেনার এলিস্টার কুক ১২২ ও কেভিন পিটারসেন ১৮৬ রান করেন।

খেলাধূলা