কিং খানের প্রথম অভিনয় মহিলা কলেজে!

কিং খানের প্রথম অভিনয় মহিলা কলেজে!

ছোটবেলা থেকেই একজন বড় মাপের খেলোয়াড় হওয়ার স্বপ্ন দেখতেন বলিউড কিং শাহরুখ খান। কিন্তু মেরুদণ্ডের ইনজুরির কারণে খেলার মাঠ ছাড়তে হয় এই সুপারস্টারকে।

মন থেকে খেলোয়াড় হওয়ার স্বপ্নকে বিদায় জানিয়ে ঝুঁকলেন অভিনয়ের দিকে। কিন্তু মজার ব্যাপার হল, শাহরুখ খান প্রথম অভিনয় করেছিলেন ‘লেডি শ্রীরাম কলেজ’ নামের একটি মহিলা কলেজে।

তিনি তখন পড়তেন দিল্লির হ্যান্স রাজ কলেজে। লেডি শ্রীরাম কলেজের একটি অনুষ্ঠানে থিয়েটারের সদস্য হিসেবে অভিনয় করেছিলেন শাহরুখ। একটি টিভি শোতে অভিনয়ের শুরুর গল্প বলতে গিয়ে তিনি এ তথ্য দেন।
বলিউড কিং বলেন, “আমি খেলোয়াড় হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চেয়েছিলাম।

কিন্তু  ইনজুরির কারণে সেটা হয়নি। ইনজুরিটা মেরুদণ্ডে হয়েছিল এবং সেটা ছিল খুবই গুরতর। আমাকে সাতদিন অবজারভেশনে রাখা হয়। প্রায় দেড় মাসের জন্য সম্পূর্ণ নিষিদ্ধ করা হয় আমার খেলাধুলা। প্রায় ছয় থেকে সাত মাস আমি খুব মানসিক চাপের মধ্যে ছিলাম। তখন মা আমাকে অনুপ্রেরণা দিলেন এমন কিছু করার জন্য, যার জন্য আমি একদম পারফেক্ট। তখন অভিনয়কে বেছে নেই আমি।”

শাহরুখ আরো বলেন, “লেডি শ্রীরাম কলেজের একটি অনুষ্ঠানে ‘অ্যানি গেট ইয়োর গান’ নামের একটি নাটকে প্রথম অভিনয় করি আমি। এখানে দুইটি মজার ব্যপার ছিলো।

প্রথমত কলেজটি মহিলা কলেজ ছিল এবং দ্বিতীয়ত থিয়েটার থেকে বাছাই করা কিছুসংখ্যক পুরুষ অভিনেতাদের মধ্যে আমি ছিলাম একজন।  কিছুসংখ্যক পুরুষ বলার কারণ হল, নাটকটির জন্য মাত্র চারজন ছেলে এবং ৪০ জন মেয়ে বাছাই করা হয়েছিল।”

বিনোদন