দেশের দায়িত্ব নেয়ার জন্য স্কাউটদের প্রস্তুত হওয়ার আহবান প্রধানমন্ত্রীর

দেশের দায়িত্ব নেয়ার জন্য স্কাউটদের প্রস্তুত হওয়ার আহবান প্রধানমন্ত্রীর

যুবকদেরকে দেশের ভবিষ্যত নাগরিক হিসাবে আখ্যায়িত করে প্রধনমন্ত্রী শেখ হাসিনা দেশের উন্নয়নে দায়িত্ব কাঁধে নেয়ার জন্য স্কাউটদের প্রস্তুত হওয়ার আহবান জানিয়েছেন। এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ২৪তম স্কাউটস সম্মেলন উদ্বোধনকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ আহবান জানিয়েছেন।

শনিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই উদ্বোধন পর্ব অনুষ্ঠিত হয়। সম্মেলন উপলক্ষে বিশেষ খাম ও ডাকটিকিটও উন্মোচন করেন প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বলেন, যতগুলো প্রিয় সংগঠন রয়েছে স্কাউটস তাদের মধ্যে অন্যতম। স্কাউটিংয়ের মাধ্যমে ছোটবেলা থেকে ছেলেমেয়েরা ধাপে ধাপে আত্মনির্ভরশীল এবং সেবার ব্রত নিয়ে বেড়ে ওঠে। প্রকৃতির কাছাকাছি গিয়ে প্রায়োগিক শিক্ষা গ্রহণ করে।

স্কাউটস সদস্যদের নিজেদেরকে সোনার ছেলে হিসাবে গড়ে তুলতে হবে।

বাংলাদেশ স্কাউটসের সভাপতি মো. আব্দুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, বিশ্ব স্কাউটস কমিটির চেয়ারম্যান সায়মন হ্যাং-বোশ রি, বাংলাদেশ স্কাউটসের প্রধান জাতীয় কমিশনার আবুল কালাম আজাদ।

ফিলিপাইনের ভাইস প্রেসিডেন্ট ও এশিয়া-প্যাসিফিক স্কাউটসের চেয়ারম্যান জেজোমার সি বিনয়রে একটি বিবৃতি অনুষ্ঠানে পড়ে শোনান হয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সম্মেলনের আয়োজক কমিটির আহবায়ক হাবিবুল আলম বীরপ্রতীক।

অনুষ্ঠানের শুরুতেই স্কাউট আবরার আহমেদ তারিক বেহালা বাজিয়ে শোনান। অনুষ্ঠানে বাংলাদেশ স্কাউটের ওপর নির্মিত একটি প্রামাণ্য চিত্র দেখানো হয়।

প্রাকৃতিক দুর্যোগের সময়ে উদ্ধার কাজে স্কাউটসরাই সবার আগে ঝাঁপিয়ে পড়ে উল্লেখ করে সেই অবদানের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী।

স্কাউটস প্রশিক্ষকদের দায়িত্ব পালনে একনিষ্ঠ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, সৎ, দৃঢ় এবং দেশাত্মবোধে উজ্জীবিত সুনাগরিক তৈরিতে আপনাদের গুরুদায়িত্ব পালন করতে হবে।

তিনি বলেন, দেশে বর্তমানে ১১ লাখ ৬৪ হাজার স্কাউটস রয়েছে, ২০১৩ সালে এ সংখ্যা হবে ১৫ লাখ। সরকার তিনটি প্রকল্পের মাধ্যমে দেশের স্কাউটিং সম্প্রসারণে পৃষ্ঠপোষকতা করে যাচ্ছে।

দারিদ্র্য বিমোচনসহ অর্থনৈতিক উন্নয়নে সরকারের নেয়া পদক্ষেপ এবং তাতে সফলতাও অনুষ্ঠানে তুলে ধরেন প্রধানমন্ত্রী।

বাংলাদেশ