আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকায় তুবা গ্রুপের তাজরিন ফ্যাশন নামের কারখানায় ভয়াবহ আগুনে চায় শ্রমিক নিহত ও প্রায় দেড় শতাধিক আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।
শনিবার সন্ধ্যা ৭টার দিকে আগুন লাগার পর কারখানাটির ৮ম ভবনের ভেতরে ৪ থেকে ৫ হাজার শ্রমিক আটকা পড়ে। প্রাণে বাঁচতে অনেক শ্রমিক ভবন থেকে নিচে লাফিয়ে পড়ে আহত হন। শ্রমিকদের অনেকের অবস্থা আশঙ্কাজনক। তাদের মধ্যে ৪০/৫০ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানা গেছে। তবে অগ্নিদগ্ধ বহু নারী-পুরুষ শ্রমিককে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট আগুন নেভানোর চেষ্টা করছে বলে জানা গেছে। ফায়ার সার্ভিসের ইপিজেটের সিনিয়র স্টেশন অফিসার আনোয়ার হোসেন জাস্ট নিউজকে জানান, ইপিজেড, সাভার, ধামরাই, গাজীপুর থেকে মোট ৪টি ইউনিটে আগুন নিয়ন্ত্রণে চেষ্টা করছে।
ক্ষতির ব্যাপারে এখনো কিছু জানা যায়নি। তবে তুবা গ্রুপের শ্রমিকরা বলেছে স্টোররুম থেকে আগুনের সূত্রপাত হয়েছে।