পুলিশের ওপর হামলার নিন্দা জানালেন কাদের সিদ্দিকী

পুলিশের ওপর হামলার নিন্দা জানালেন কাদের সিদ্দিকী

 

সাম্প্রতিক সময়ে পুলিশের ওপর জামায়াত-শিবিরের হামলার তীব্র নিন্দা জানিয়েছেন কৃষক জনতা পার্টির সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী। তিনি বলেন, জামায়াত ঘুঘু দেখেছে কিন্তু ফাঁদ দেখেনি। তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী যদি জামায়াতীদের এ ধরনের হামলা প্রতিরোধ না করতে পারেন, তবে আমরা কোমরে গামছা বেঁধে তাদের প্রতিরোধ করবো।

শনিবার ইন্সস্টিটিউট ইঞ্জিনিয়ারিং বাংলাদেশে জাতীয় পার্টি- জেপি’র দ্বি-বার্ষিক সম্মেলনে তিনি এসব কথা বলেন।

কাদের সিদ্দিকী বলেন, স্বাধীনতা যুদ্ধে পাকিস্তানি বাহিনী আত্মসমার্পন করে পাকিস্তানে ফিরে যেতে  পেরেছিল। কিন্তু জামাত পুলিশের ওপর চোরাগুপ্তা হামলা চালিয়ে ১২শ’ মাইল দূরে পাকিস্তানে পালিয়ে  যেতে পারবে না। তাদের শক্ত হাতে প্রতিহত করা হবে।

এসময় মহাজোট এবং চারদলীয় জোটের বাইরে থাকতে চান উল্লেখ করে কাদের সিদ্দিকী বলেন, আমি ছাত্রলীগ করেছি কিন্তু কোনো স্বীকৃতি পায় নি। তাই কৃষক জনতা পার্টি গঠন করেছি। জনগণের জন্য কাজ করে যাচ্ছি।

রাজনীতি