দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের ব্যবধানে মূল্য আয় অনুপাত (পিই রেশিও) অপরিবর্তিত রয়েছে। ডিএসই সূত্র মতে, বাজারের বর্তমান গড় পিই রেশিও ১২.৫৬ যা আগের সপ্তাহের সমান। তার আগের সপ্তাহে যা ছিল ১২.৫৬। অর্থাৎ ৩ সপ্তাহ ধরে পিই প্রায় একই জায়গায় অবস্থান করছে।
এদিকে সপ্তাহের ব্যবধানে ডিএসই’র সাধারণ সূচক কমেছে ২২২ পয়েন্ট। সূচকের বাড়া কমার ওপর পিই রেশিও নির্ভর করলেও গত সপ্তাহে তা ভুল প্রমানিত হয়েছে। সূচক কমার সঙ্গে পিই কমার কথা থাকলেও গত সপ্তাহে তা হয়নি। অর্থাৎ বেশি পিই সম্পন্ন অল্প কয়েকটি শেয়ারের দর যা বেড়েছে তার তুলনায় কম পিই সম্পন্ন অধিক পরিমান শেয়ারের দর কমেছে।
এদিকে দীর্ঘদিন ধরে পিই রেশিও ১১ থেকে ১৩’র ঘরে অবস্থান করলেও সে রকম বিনিয়োগ হয়নি। মাঝে মধ্যে কয়েক কার্যদিবস সামান্য লেনদেন বাড়লেও দীর্ঘ সময় ধরে চলছে মন্দা। এ কারণে বাজারে পিই’র অবস্থান এখনো বিনিয়োগের আকর্ষণীয় পর্যায়ে রয়েছে। তবে কম পিইতে বাজারের অবস্থান নিরাপদ বিবেচনা করা হলেও বিনিয়োগকারীদের পক্ষ থেকে তেমন সাড়া পাওয়া যায়নি।
এদিকে দীর্ঘদিন ধরে পিই রেশিও’র প্রায় একই জায়গায় অবস্থান নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে বাজার সংশ্লিস্টদের মধ্যে। কারো মতে, বাজারের পিই যতদিন ১৫’র নীচে অবস্থান করবে ততোদিন বাজারে বিনিয়োগ তুলনামুলক ঝুঁকিমুক্ত। পাশাপাশি বিনিয়োগ করলে মুনাফা হবার সম্ভাবনা বেশি থাকবে।
আবার কেউ বলছেন পিই প্রায় একই জায়গায় ঘুরপাক খাওয়ার পাশাপাশি বাজার পরিস্থিতিও একই রয়েছে। এ সময়ের মধ্যে ঘুরেফিরে বেড়েছে কিছু কোম্পানির শেয়ার দর। এক শ্রেনীর বিনিয়োগকারী এরই মধ্যে ভালো মুনাফাও তুলে নিয়েছেন। কিন্তু সার্বিক বাজারের এতে খুব একটা উন্নতি হয়নি। মুলত: গত প্রায় দু’বছরের সার্বিক বাজারে বিনিয়োগকারীদের চাহিদা কম থাকার কারণেই শেয়ার দর তথা পিই প্রায় একই অবস্থানে ঘুরপাক খাচ্ছে।