গতসপ্তাহে দুই প্রতিষ্ঠানের ডিভিডেন্ড ঘোষণা

গতসপ্তাহে দুই প্রতিষ্ঠানের ডিভিডেন্ড ঘোষণা

 

পুঁজিবাজারে তালিকাভুক্ত বিদ্যুৎ ও জ্বালানী খাতের দুই প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদ ৩০ জুন ২০১২ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে শেয়ারহোল্ডারদের ডিভেডেন্ড ঘোষণা করেছে। ডিএসই ও কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে। প্রতিষ্ঠান দুটি হলো : যমুনা অয়েল এবং মেঘনা পেট্রোলিয়াম।

রাষ্টায়ত্ব বিদ্যুৎ ও জ্বালানী খাতের যমুনা অয়েল কোম্পানির পরিচালনা পর্ষদ ৩০ জুন ২০১২ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ৪৫ শতাংশ ক্যাশ এবং ৩০ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে। জানা গেছে, প্রতিষ্ঠানটির ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১২ জানুযায়ী ২০১৩, সকাল ১১ টায়, হোটেল আগ্রাবাদ, আগ্রাবাদ সি/এ, চট্টগ্রামে অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ৬ ডিসেম্বর।
সমাপ্ত অর্থবছরে আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২৯.৬২ টাকা এবং শেয়ার প্রতি সম্পদ (এনএভি) হয়েছে ৬৯.৮১ টাকা।

মেঘনা পেট্রোলিয়ামের পরিচালনা পর্ষদ ৩০ জুন ২০১২ সমাপ্ত অর্থ বছরের জন্য বিনিয়োগকারীদের ৩০ শতাংশ স্টক এবং ৪৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড প্রদানের সুপারিশ করেছে। বৃহস্পতিবার কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। কোম্পানি সচিব মো. কামরুল হাসান শেয়ারনিউজ২৪ডটকমকে বিয়ষটি নিশ্চিত করেছেন।
বিনিয়োগকারীরা ১০০টি সাধারণ শেয়ারের বিপরীতে ৩০টি বোনাস শেয়ার এবং ১০টাকা ফেস ভ্যালুর বিপরীতে নগদ ৪.৫ টাকা করে পাবেন।
এজন্য আগামী ২৬ জানুযায়ী বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করা হয়েছে। রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৪ ডিসেম্বর। সমাপ্ত অর্থ বছরে কোম্পানির শেয়ারপ্রতি আয় হয়েছে ২২.০৭ টাকা এবং শেয়ারপ্রতি সম্পদ ৫৭.০৩ টাকা।

অর্থ বাণিজ্য