নিজের সাফল্যের মুকুটে আরেকটি পালক যোগ করলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। খুলনা টেস্টে ক্যারিবিয় অধিনায়ক ড্যারেন স্যামিকে দিয়ে টেস্ট উইকেট সেঞ্চুরি পূর্ণ করলেন এই বাঁহাতি স্পিনার। ১০২ উইকেট নিয়ে টেস্টে তিনিই এখন বাংলাদেশের শীর্ষ উইকেট শিকারি।
টেস্ট উইকেট সেঞ্চুরি পূর্ণ করেই থেমে থাকেন নি সাকিব। এক ওভার পরে টানা দুই বলে ভিরাসামি পেরমল ও সুনীল নারাইনের উইকেট তুলে নিয়ে টেস্ট উইকেটে রফিককে ছাড়িয়ে যান ২৫ বছর বয়সী এই অলরাউন্ডার। হ্যাটট্রিক না পেলেও, বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ১০২টি টেস্ট উইকেটের মালিক এখন সাকিবই।
টেস্টে ১০০টি উইকেট নেওয়া দ্বিতীয় বাংলাদেশি বোলার সাকিব। এর আগে এই কৃতিত্ব দেখিয়েছেন আরেক বাঁহাতি স্পিনার মোঃ রফিক। ক্যারিয়ারের শেষ টেস্টে ২০০৮ সালে দক্ষিণ আফ্রিকার রবিন পিটারসনের উইকেট নিয়ে টেস্টে ১০০টি উইকেট নেওয়ার মাইলফলক স্পর্শ করেন রফিক।
টেস্টে উইকেট সেঞ্চুরি পূর্ণ করতে ৩৩টি ম্যাচ খেলেছেন রফিক। ১,৪৫৭.২ ওভার বল করে দিয়েছেন ৪,০৭৬ রান। উইকেটপ্রতি গড় ৪০.৭৬, ইকোনমি ২.৭৯। এক ইনিংসে সেরা বোলিং ফিগার ৬/৭৭। আর ম্যাচে সেরা বোলিং ফিগার ৯/১৬০।
রফিকের তুলনায় ১০০ উইকেট তুলে নিতে সাকিব ম্যাচ খেলেছেন আরও কম। ২৮ ম্যাচে ১,১৫৮.৩ ওভার বল করে ৩,৩০৮ রান দিয়েছেন তিনি। উইকেটপ্রতি গড় ৩৩.০৮, ইকোনমি ২.৮৫। এক ইনিংসে সেরা বোলিং ফিগার ৭/৩৬। আর ম্যাচে সেরা বোলিং ফিগার ৯/১১৫।
সাকিব-রফিকের পেছনে ৭৮ উইকেট নিয়ে তৃতীয় অবস্থানে আছেন মাশরাফি বিন মুর্তজা। ৩৬ ম্যাচে এই উইকেট নিয়েছেন বাংলাদেশের সেরা পেসার। তার থেকে ৯ উইকেট উইকেট কম নিয়ে চতুর্থ অবস্থানে আছেন আরেক পেসার শাহাদাত হোসেন।