অধিনায়ক অ্যালিস্টার কুক আর ব্যাটসম্যান কেভিন পিটারসেনের ১১০ রানের অবিচ্ছিন্ন জুটিতে মুম্বাই টেস্টে ভারতের বিপক্ষে সমাতালে পাল্লা দিচ্ছে ইংল্যান্ড। প্রথম ইনিংসে ভারতের ৩২৭ রানের বিপরীতে শনিবার দ্বিতীয় দিন শেষে ২ উইকেটে ১৭৮ রান তুলেছে সফরকারী ইংল্যান্ড।
এর আগে গতকালের ৬ উইকেটে ২৬৬ রান নিয়ে দিন শুরু করে বাকি ৪ উইকেট হারিয়ে আরও ৬১ রান যোগ করে ভারত। আগের দিনের ৬০ রানে অপরাজিত থাকা অশ্বিন আজ মাত্র ৮ রান করে ৬৮ রানে আউট হন। ১১৪ রানে থাকা পূজারা আউট হন ১৩৫ রানে।
ইংল্যান্ডের স্পিনার মন্টি পানেসার আগের দিনের ৪ উইকেটের পর আজ আরও ১ উইকেট নিয়েছেন। গতকাল ১ উইকেট পেলেও, আজ ৩ উইকেট নিয়েছেন স্পিনার গ্রায়েম সোয়ান।
ইংল্যান্ডের প্রথম ইনিংসের শুরুটা হয় দারুণ। তবে দলীয় ৬৬ রানে ক্যাম্পটনের (২৯) পর ৬৮ রানে ট্রটের উইকেট তুলে নিয়ে স্বাগতিকদের বিপদে ফেলে দেন বাঁহাতি স্পিনার প্রজ্ঞান ওঝা। কিন্তু এরপরই অধিনায়ক কুক ও পিটারসেনের দায়িত্বশীল ব্যাটিংয়ে ঘুরে দাঁড়ায় ইংল্যান্ড।
দিনশেষে ওই ২ উইকেটেই ১৭৮ রান স্কোরবোর্ডে যোগ করে ইংলিশরা। কুক ২০৯ বলে ১০ চার ও ১ ছক্কায় ৮৭ আর পিটারসেন ৮৫ বলে ৯ বাউন্ডারিতে ৬২ রানে অপরাজিত আছেন।
আহমেদাবাদে প্রথম টেস্টে ৯ উইকেটে জিতে ৪ ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে স্বাগতিক ভারত।