নির্বাচনে লড়াইয়ের জন্য নিবন্ধন করলেন সু চি

নির্বাচনে লড়াইয়ের জন্য নিবন্ধন করলেন সু চি

নির্বাচনে সংসদীয় আসনের জন্য লড়াই করার জন্য নিবন্ধন করেছেন মিয়ানমারের গনতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চি।

আগামী এপ্রিল মাসের ১ তারিখ ন্যাশনাল লীগ ফর ডেমোক্র্যাসি পার্টির নেত্রী সু চি রেঙ্গুন থেকে নির্বাচনে অংশগ্রহন করবেন।

সংসদের নির্ধারিত ৪৮ টি আসনের জন্য এই নির্বাচন অনুষ্ঠিত হবে। ওই পদগুলোর সদস্যরা পদত্যাগ করায় আসনগুলো ফাঁকা রয়েছে।

এনএলডি মোট ৪০টি আসনে লড়াই করার জন্য প্রার্থী ঘোষণা করছে। একই সঙ্গে এই নির্বাচন দলটির জন্য একপ্রকার পরীক্ষাও বটে। কারণ আগামী সাধারণ নির্বাচনে দলটি কি পরিমান সাড়া ফেলতে সক্ষম হবে জনগণর মধ্যে তাও পরিস্কার হবে এই নির্বাচনের মধ্য দিয়ে।

এদিকে সু চি খাওমু শহরে তার দলের কার্যালয় খুঁজছেন। খাওমু ২০০৮ সালে ঘুর্নিঝড় নার্গিস উপদ্রত অঞ্চল। ওই ঘুর্নিঝড়ে কমপক্ষে এক লাখ ৩৮ হাজার মানুষ মারা যায়।

আন্তর্জাতিক শীর্ষ খবর