যুক্তরাষ্ট্রের বিশেষ দূত মার্ক গ্রসম্যানের পাকিস্তান সফর বাতিল করে দিয়েছে ইসলামাবাদ। দুই দেশের মধ্যকার বৈরি সম্পর্কের জানান দিতেই ইসলামাবাদ এই পদক্ষেপ নিলো।
গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়, সফর দেরি হতে পারে বলে আমরা পাকিস্তান থেকে বার্তা পেয়েছি।
গত নভেম্বর মাসে ন্যাটো বিমান হামলায় ২৪ পাকিস্তানি সেনা নিহত হওয়ার পর থেকেই যুক্তরাষ্ট্রের সঙ্গে পাকিস্তানের সম্পর্কের চূড়ান্ত অবনতি ঘটে।
পাকিস্তানের এক সরকারি মুখপাত্র একটি আন্তর্জাতিক বার্তাসংস্থাকে জানান, ‘রাষ্ট্রদূত গ্রসম্যান পাকিস্তান সফর করতে চেয়েছিলেন। কিন্তু এই মুহূর্তে এটা সম্ভব নয় বলে তাকে জানিয়ে দেওয়া হয়েছে।’
তবে গত ডিসেম্বরে পাকিস্তান কর্তৃপক্ষ থেকে জানানো হয় যে তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক উন্নয়নে সম্ভাব্য সকল চেষ্টা করবে।