নরসিংদীতে গত বৃহস্পতিবার রাতে জামায়াতে ইসলামীর জেলা কার্যালয়ে আগুন দিয়েছে একদল যুবক। রাত সাড়ে ১০টার দিকে জেলা শহরের ব্রাহ্মন্দী এলাকায় আগুন দেয়ার আগে জামায়াত কার্যালয়ে ভাংচুরও চালায় ওই যুবকরা।
তারা �জয় বাংলা� �োগান দিচ্ছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, যা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠন প্রধানত ব্যবহার করে।
তবে পুলিশ গেলে ওই যুবকরা পালিয়ে যায় বলে সদর মডেল থানার ওসি মো. আসাদুজ্জামান সাংবাদিকদের জানিয়েছেন। হামলার সময় কার্যালয়ে জামায়াতের কোনো নেতা-কর্মী ছিলেন না বলে পুলিশ জানিয়েছে।
জামায়াত নেতারা এই হামলার জন্য ছাত্রলীগকে দায়ী করেছেন। তবে তাৎক্ষণিকভাবে ছাত্রলীগের নেতাদের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। প্রত্যক্ষদর্শীরা জানায়, আকস্মিকভাবেই ওই যুবকরা জামায়াত কার্যালয়ে হামলা চালায়। তারা প্রথমে ভাংচুর চালায় এরপর আসবাবপত্র, একটি মোটরসাইকেলসহ কার্যালয়ে থাকা কাগজপত্র পুড়িয়ে দেয়।
হামলাকারীরা ইসলামিক টিভির নরসিংদী প্রতিনিধি কামরুল ইসলাম কামাল এবং এটিএন বাংলা ও এটিএন নিউজের নরসিংদী প্রতিনিধি বেনজির আহমেদ বেনুর ভিডিও ক্যামেরা ছিনিয়ে নিয়ে আগুনে ফেলে দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে ওই যুবকরা �জয় বাংলা� �োগান দিয়ে চলে যায়। আগুনের খবর পেয়ে অগ্নিনির্বাপণ বাহিনীর সদস্যরাও জামায়াত কার্যালয়ে যান। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় রাত ১২টায় আগুন নিয়ন্ত্রণে আনেন তারা।