ঘন কুয়াশার কারণে ভারতের রাজধানী নয়াদিল্লিতে ১৫ ফ্লাইট বাতিল করা হয়েছে। ফ্লাইট বাতিল ছাড়াও ৫০ টি ফ্লাইট নির্দিষ্ট সময়ে ছাড়তে পারেনি। বুধবার ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ ফ্লাইট বাতিলের সত্যতা নিশ্চিত করেছে।
দিল্লিতে গতকালের তাপমাত্রা ছিল ৯.৩ ডিগ্রি। বুধবার তাপমাত্রা মাপা হয় ৫.৬ ডিগ্রি সেলসিয়াস।
তীব্র শীতের কারণে সৃষ্ট ঘন কুয়াশার কারণে ট্রেনের সময়সীমাতেও পরিবর্তন আসে। ২৪ টি ট্রেন নির্দিষ্ট সময়ের বাইরে দেরিতে ছাড়ে।
আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়, ‘আগামী দুইদিনও ঘন কুয়াশা থাকবে। বিকেলের দিকে আকাশ একটু পরিস্কার হওয়ার সম্ভাবনা রয়েছে।’
বিমানবন্দর কর্তৃপক্ষ আরও জানায়, মাত্র ৫০ মিটার দুর থেকেও কিছুই দেখা যাচ্ছে না। ক্যাট-আইআইআইবি ব্যবহার করে বিমান অবতারণ করানো হচ্ছে।