সবচেয়ে ‘অনুভূতিহীন’ দেশ সিঙ্গাপুর

সবচেয়ে ‘অনুভূতিহীন’ দেশ সিঙ্গাপুর

পৃথিবীর অন্যতম ধনী দেশ হলেও সবচেয়ে ‘অনুভূতিহীন’ জাতি সিঙ্গাপুর। নতুন এক জরিপ এ তথ্য জানিয়েছে।

১৫০টি দেশের ১ হাজার অধিবাসীর ওপর গবেষণা চালিয়ে এ তথ্য জানা যায়। পাঁচটি ইতিবাচক ও পাঁচটি নেতিবাচক অনুভূতি নিয়ে তাদের উপর জরিপ চালানো হয়। প্রায় তিন বছর তাদের অনুভূতি নিয়ে গবেষণা করার এর ফল প্রকাশ করেন বিজ্ঞানীরা।

অনুভূতিগুলোর মধ্যে ছিল স্বস্তি, আনন্দ ও হাসির অনুভূতি এবং দুঃখ, বিষাদ, দুশ্চিন্তা ও রাগের অনুভূতি।

এসব অনুভূতির তীব্রতা সিঙ্গাপুরের মাত্র ৩৬ শতাংশ মানুষের মধ্যে দেখা যায়, যা বিশ্বে সর্বনিম্ন।

এর বিপরীতে সিঙ্গাপুরের রয়েছে বিশ্বের সর্বনিম্ন ১ দশমিক ৯ শতাংশ বেকারত্বের হার, পাশাপাশি ৫০ হাজার ডলারেরও বেশি মাথা পিছু আয়, যে কারণে এটি বিশ্বের অন্যতম ধনী দেশ।

গ্যালাপ নামক ওয়াশিংটনের গবেষণা কেন্দ্রটির সদস্য জন ক্লিফটন বলেন, “অনুভূতিহীন জাতি হওয়ার ব্যাপারটি অবশ্যই গুরুত্বপূর্ণ। আজকের বিশ্বে প্রতিযোগিতা টিকিয়ে রাখার জন্য সিঙ্গাপুরকে জিডিপির পাশাপাশি স্বভান-আচরণের প্রতিও জোর দিতে হবে।”

সিঙ্গাপুরের অধিবাসীরা মেধাবী ও শৃঙ্খলাবদ্ধ নাগরিক হলেও তারা জীবনকে তেমন উপভোগ করেন না বলে গবেষণা থেকে জানা যায়। এবং এ সমস্যা কাটিয়ে উঠতে না পারলে দেশটির অগ্রগতি স্থবির হয়ে যাবে বলে মন্তব্য করা হয় প্রতিবেদনে।

অনুভূতিহীন দেশের তালিকায় সিঙ্গাপুরের পরেই রয়েছে সোভিয়েত ইউনিয়ন বিভক্ত হয়ে জন্ম নেওয়া দেশগুলো। জর্জিয়া ও লিথুয়ানিয়ায় ৩৭ শতাংশ এবং রাশিয়া, ইউক্রেন, বেলারুশ, কাজাখস্তান ও কিরিগিজিস্তানের ৩৮ শতাংশ মানুষ অনুভূতিসম্পন্ন বলে তালিকা থেকে জানা যায়।

সবচেয়ে অনুভূতিসম্পন্ন দেশের তালিকায় সবার উপরে আছে ফিলিপাইন। সেখানকার ৬০ শতাংশ মানুষ ঐ দশটি অনুভূতি উপলদ্ধি করেন।

ল্যাটিন আমেরিকার ১০টি দেশ সহ বাহরাইন, ওমান, কানাডা ও যুক্তরাষ্ট্রও রয়েছে উচ্চ অনুভূতিসম্পন্ন দেশের তালিকায়।

আন্তর্জাতিক