চলতি বছর বিশ্বে ১১৯ সাংবাদিক নিহত

চলতি বছর বিশ্বে ১১৯ সাংবাদিক নিহত

চলতি বছর দায়িত্বরত অবস্থায় বিশ্বে ১১৯ জন সাংবাদিক নিহত হয়েছেন। ভিয়েনা ভিত্তিক ইন্টারন্যাশনাল প্রেস ইনিস্টিটিউট (আইপিআই) এ তথ্য জানিয়েছে।

১৯৯৭ সালে আইপিআই এ-সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করে আসছে। ১৯৯৭ সালের পর এবছরই সবচেয়ে বেশি সাংবাদিক নিহত হয়েছে বলে জানায় সংস্থাটি।

চলতি বছর শুধু সিরিয়াতেই ৩৬ জন সাংবাদিক নিহত হয়েছে বলে সিনহুয়ার প্রতিবেদনে জানা যায়।

সিরিয়ার পর সবচেয়ে বেশি সাংবাদিক নিহত হয়েছে সোমালিয়ায়। চলতি বছর সোমালিয়ায় ১৬ জন সাংবাদিক নিহত হয়েছে বলে আইপিআই জানিয়েছে। সাংবাদিক নিহতের সংখ্যার দিক থেকে সোমালিয়ার পরই আছে মেক্সিকো, পাকিস্তান ও ফিলিপাইন।

আন্তর্জাতিক