পেশায় মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। ছোট বেলা থেকেই তারা স্বপ্নড়দেখতেন সিনেমা বানাবেন। সেই দৃঢ় ইচ্ছা শক্তিড়থেকেই পেশাগত জীবনে সফল আসিফ, রাজু এবং রাজিব তিনজনে মিলে গড়ে তুললেন প্রযোজনা প্রতিষ্ঠান “ট্রাইপড স্টুডিও”। এই প্রযোজনা প্রতিষ্ঠানের প্রথম ছবির জন্য তারা গল্প লিখতে দিলেন জনপ্রিয় গীতিকার লতিফুল ইসলাম শিবলীকে। অনেক সময় ধরে একটি চিত্রনাট্য তৈরি করলেন। এই চিত্রনাট্য থেকে এবারে ছবি বানাচ্ছেন তন্ময় তানসেন। ছবির নাম ‘পদ্ম পাতার জল’। এই মাসের শেষ সপ্তাহ থেকে এর শুটিং শুরু হবে।
এতে অভিনয় করছেন ইমন, মীম, অমিত হাসান, তারিক আনাম খান, নিমা রহমান, চিত্রলেখা গুহ, মীরাক্কেল চ্যাম্পিয়ন আবু হেনা রনি প্রমুখ।