পুজারার সেঞ্চুরিতে নিরাপদে ভারত

পুজারার সেঞ্চুরিতে নিরাপদে ভারত

দ্বিতীয় টেস্টে ইংলিশ স্পিনার মন্টি পানেসারের বোলিং তোপে পড়েও ঘুরে দাঁড়িয়েছে ভারত। চেতেশ্বর পুজারার সেঞ্চুরির সঙ্গে রবিচন্দ্র অশ্বিনের হাফ সেঞ্চুরিতে প্রথম দিন শেষে ৬ উইকেটে তাদের সংগ্রহ ২৬৬ রান।

ভারত প্রথম ইনিংস: ২৬৬/৬ (৯০ ওভার)

মুম্বাইয়ে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ভারত। দলীয় ৪ রানেই ইংলিশ পেসার জেমস এন্ডারসনের শিকার হন গৌতম গম্ভীর (৪)। শততম টেস্টে ইনিংসটি স্মরণীয় করে রাখায় ব্যর্থ হন বীরেন্দর শেবাগ, পানেসারের বলে ব্যক্তিগত ৩০ রানে বোল্ড তিনি।

পানেসারের ঘূর্ণি জাদুতে কাবু হয়ে এরপর মাঠ ছাড়েন শচীন টেন্ডুলকার (৮) ও বিরাট কোহলি (১৯)। যুবরাজ সিং মাত্র ২ বল খেলে কোনো রান যোগ না করেই গ্রায়েম সোয়ানের কাছে বোল্ড হন। পুজারার সঙ্গে মহেন্দ্র সিং ধোনি ৫০ রানের জুটি গড়লে ভারতীয় ব্যাটসম্যানদের আসা যাওয়া কিছুটা থামে। প্রথম দিন নিজের চতুর্থ উইকেট হিসেবে পানেসার প্যাভিলিয়নে ফেরান অধিনায়ক ধোনিকে (২৯)।

দলীয় ১৬৯ রানে ৬ উইকেট হারানোর পর হাল ধরে সপ্তম উইকেট জুটিতে থাকা পুজারা ও অশ্বিন। দিনের শেষ পর্যন্ত তারা ৯৭ রান যোগ করেন। এ জুটি গড়ার পথে তৃতীয় টেস্ট সেঞ্চুরি করেন পুজারা এবং দ্বিতীয় হাফ সেঞ্চুরি করেন অশ্বিন।

১১৪ রানে পুজারা ও ৬০ রানে অশ্বিন অপরাজিত প্রথম দিনের খেলা শেষ করেন।

খেলাধূলা