স্যামুয়েলসের দ্বি-শতক, অতিথিরা ছাড়িয়েছে ৫শত রান

স্যামুয়েলসের দ্বি-শতক, অতিথিরা ছাড়িয়েছে ৫শত রান

খুলনায় অনুষ্ঠিত বাংলাদেশ-ওয়েস্টইন্ডিজের দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনের তৃতীয় সেশনে মারলন স্যামুয়েসের দ্বিশতকের উপর ভর করে ৫ শত রান অতিক্রম করেছে ওয়েস্টইন্ডিস। ৩ উইকেটেই এ পরিমাণ রান করেছে অতিথিরা।

মারলন স্যামুয়েলস ২৪৫ আর চন্দরপল ৮৩ রানে ব্যাট করছে।

এর আগে সোহাগ গাজীর বলে সাজঘরে ফিরে গেছে ড্যারেন ব্রাভো। ব্রাভো করে ১২৭ রান।

পঞ্চম টেস্ট শতককে প্রথম দ্বি-শতকে পরিণত করেছেন স্যামুয়েলস। ৩২৬ বলে ২৮টি চার ও ৩টি ছক্কার সাহায্যে দ্বি-শতক পৌঁছান তিনি। টেস্টে বাংলাদেশের বিপক্ষে এটি ষোলতম দ্বি-শতক।

দিনের খেলা শুরুর আগে স্যামুয়েলস বলেন, “আমরা এক ইনিংস ব্যাট করতে চাই। উইকেট ব্যাটিং সহায়ক। ধৈর্য্য ধরে উইকেটে থাকলে বড় ইনিংস খেলা সম্ভব।”

খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে ২ উইকেটে ২৪১ রান নিয়ে দিনের খেলা শুরু করে ওয়েস্ট ইন্ডিজ।

প্রথম ইনিংসে ৩৮৭ রান করে বাংলাদেশ।

ঢাকা টেস্ট জিতে দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে অতিথিরা।

খেলাধূলা