বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমানের সঙ্গে বৈঠক করেছেন কোরিয়া ভিত্তিক ওরি ব্যাংক লিমিটেডের একটি প্রতিনিধি দল।
মঙ্গলবার ১৩ সদস্যের প্রতিনিধি দলটি বাংলাদেশ ব্যাংকে তার সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন।
প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ওরি ব্যাংকের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী লি সন ও। প্রতিনিধি দলে ব্যাংকের প্রধান কার্যালয় এবং ঢাকা অফিসের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
বৈঠককালে তারা দু’দেশের ব্যাংকিং খাত, অর্থনীতি, বিনিয়োগসহ স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন।
এ সময় গভর্নর ওরি ব্যাংকের কার্যক্রম বাংলাদেশে বাড়ানোর আহ্বান জানিয়ে বলেন, ‘‘শিল্প এলাকাগুলোতে ওরি ব্যাংক শাখা চালু করলে বাংলাদেশ ব্যাংক এ ব্যাপারে অনুমতি দেবে।’’
লি সন ও খুলনা বন্দর উন্নয়নে অর্থায়নের আগ্রহ প্রকাশ করেন।