বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) নির্বাচনের চেম্বার গ্রুপের প্রার্থী পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার এফবিসিসিআই ভবনের সম্মেলনকক্ষে ৩০ জন প্রার্থী তারা তাদের নিজ নিজ পরিচয় তুলে ধরেন।
প্রার্থী পরিচিতি সভায় সভাপতিত্ব করেন এফবিসিসিআই নির্বাচন বোর্ডের সভাপতি প্রফেসর মো. আলী আশরাফ এমপি। উপস্থিত ছিলেন এফবিসিসিআইর সহ-সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু।
পরিচিতি সভায় শিল্প-বাণিজ্য আরও গতিশীল করতে নানামুখী উদ্যোগ নেওয়া, সরকার ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে ব্যবসায়ীদের সম্পর্ক উন্নয়ন, ব্যাংকের সুদের হার এক অংকে নামিয়ে আনা এবং ব্যবসায়ীদের একটি বৃহত্তর নেটওয়ার্কের আওতায় আনার অঙ্গীকার করেন প্রার্থীরা।
নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বী কাজী আকরাম উদ্দিনের প্যানেল এবং এফবিসিসিআইর সাবেক সভাপতি আনিসুল হক সমর্থিত গণতান্ত্রিক প্যানেলের ৩০ জন প্রার্থী এতে বক্তব্য দেন। এছাড়া ব্যবসায়ী ঐক্য ফোরাম নামে তিনজন প্রার্থী নিয়ে স্বতন্ত্র প্যানেল নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে। এই প্যানেলের নেতৃত্ব দিচ্ছেন বর্তমান পরিচালক আলী জামান।
বক্তব্য রাখেন বরিশাল মেট্রোপলিটন চেম্বারের প্রতিনিধি নিজাম উদ্দিন, সিরাজগঞ্জ চেম্বারের সৈয়দ আবদুর রউফ মুক্তা, বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির মো. মমতাজ উদ্দিন, রাজবাড়ী চেম্বার অব কমার্সের মো. নজিবর রহমান, ব্রাক্ষ্মণবাড়িয়া চেম্বারের তানজিল আহমেদ, পটুয়াখালী চেম্বারের গোলাম মোস্তফা তালুকদার, চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের আবদুল ওয়াহেদ, পঞ্চগড় চেম্বারের হাছেন আলী, চট্টগ্রাম উইমেন চেম্বারের মনোয়ারা হাকীম আলী, নেত্রকোনা চেম্বারের নাগিবুল ইসলাম দীপু, কুমিল্লা চেম্বারের মাসুদ পারভেজ খান, লক্ষ্মীপুর চেম্বারের দেওয়ান সুলতান আহমেদ, ফরিদপুর চেম্বারের মাহবুবুর রহমান খান, নড়াইল চেম্বারের হাসানুজ্জামান, ফেনী চেম্বারের একেএম সাহিদ রেজা শিমুল, গাইবান্ধা চেম্বারের শাহজাদা এনামুল কাদির, ভৈরব চেম্বারের বজলুর রহমান, গাজিপুর চেম্বারের আনোয়ার সাদাত তালুকদার, টাঙ্গাইল চেম্বারের আবুল কাশেম আহমদ, জামালপুর চেম্বারের রেজাউল করিম, সুনামগঞ্জ চেম্বারের নূরুল হুদা মুকুট, কুষ্টিয়া চেম্বারের বিজয় কুমার কেজরিওয়াল, শেরপুর চেম্বারের মো. মাসুদ, লালমনিরহাট চেম্বারের সিরাজুল হক, নরসিংদী চেম্বারের প্রবীর কুমার সাহা, মাদারীপুর চেম্বারের জালাল উদ্দিন ইয়ামিন, ময়মনসিংহ আমিনুল হক শামীম, মানিকগঞ্জ চেম্বারের তোবারক তোসাদ্দেক টিটু, মুন্সীগঞ্জ চেম্বারের কুহিনুর ইসলাম।
সভাপতির বক্তব্যে প্রফেসর মো. আলী আশরাফ এমপি বলেন, “সবাই নির্বাচনী বিধি মেনে চলবেন। উপহার পাঠানো প্রথা বাদ দিন। স্লোগান বা পোস্টার বিতরণ করে পরিবেশ নষ্ট করবেন না। কারো ব্যক্তিগত সমালোচনা করবেন না।”
তিনি বলেন, “এই নির্বাচন অনেক বেশি গণতান্ত্রিক ও স্বচ্ছ নির্বাচন হিসেবে ইতোমধ্যে সুনাম কুড়িয়েছে। আমরা এ ব্যপারে উন্নত দেশের কাতারে।”