আইপিএল শিরোপার স্বত্ত্ব পেল পেপসি

আগামী পাঁচ বছরের জন্য ৩৯৬.৮ কোটি রুপির বিনিময়ে  ভারতীয় প্রিমিয়ার লিগ (আইপিএল) শিরোপার স্বত্ত্ব কিনে নিলো পেপসি কোম্পানি। আগের চেয়ে দ্বিগুণ দামে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এ স্বত্ত্ব বিক্রি করলো। আইপিএল শিরোপার স্বত্ত্বাধিকারী হওয়ার দৌঁড়ে পেপসির সঙ্গে ছিল টেলিযোগাযোগ কোম্পানি এয়ারটেল, ৩১৬ কোটি রুপি তারা দাবি করেছিল।

গত পাঁচ বছর আইপিএল’র স্বত্ত্ব ছিল ডিএলএফ নামের এক আবাসন প্রকল্প কোম্পানির কাছে। এর জন্য তারা বোর্ডকে দিয়েছিল ২০০ রুপি।

আইপিএল গভর্নিং কাউন্সিল সভাপতি রাজিব শুক্লা বলেন, ‘আইপিএল সম্পত্তি রেকর্ড পরিমাণে বিক্রি করায় খুব ভালো হয়েছে। ক্রীড়াজগতে পেপসি অন্যতম বড় স্পন্সর এবং পরের মৌসুমগুলো তাদের সঙ্গে আমরা কাজ করে যেতে চাই।‘

গত পাঁচ বছর এ লিগের সঙ্গে থাকায় ডিএলএফ’ এর কাছে কৃতজ্ঞতাও প্রকাশ করেন তিনি।

খেলাধূলা