মুম্বাইয়ে শেবাগের শততম টেস্ট

মুম্বাইয়ে শেবাগের শততম টেস্ট

ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টে ব্যাট করতে নামলেই শচীন টেন্ডুলকার, সুনীল গাভাস্কার ও অনিল কুম্বলের সঙ্গে শততম টেস্ট খেলার এলিট ক্লাবে যোগ দিবেন ভারতীয় ওপেনার বীরেন্দর শেবাগ। ১-০ ব্যবধানে এগিয়ে থেকে শুক্রবার মুম্বাইয়ে ইংলিশদের মুখোমুখি হবে ভারতীয়রা।

ভারতের হয়ে ১০০তম টেস্ট খেলার যোগ্যতা অর্জনকারী অষ্টম খেলোয়াড় হতে যাচ্ছেন শেবাগ। অন্যরা হলেন-টেন্ডুলকার, রাহুল দ্রাবিড়, গাভাস্কার, দিলিপ ভেঙ্গসরকার, সৌরভ গাঙ্গুলী, ভিভিএস লক্ষ্মণ ও কুম্বলে।

৯৯ টেস্টে শেবাগ ২৩ সেঞ্চুরি ও ৩২ হাফ সেঞ্চুরিতে রান করেছেন ৮৪৪৮। দুটি ট্রিপল সেঞ্চুরি করা একমাত্র ভারতীয় ক্রিকেটার তিনি। প্রথমটি অর্জন করেন ২০০৪ সালে পাকিস্তানের বিপক্ষে মুলতান টেস্টে। দ্বিতীয়টি আসে চেন্নাই টেস্টে ২০০৮ সালে, প্রতিপক্ষ ছিল দক্ষিণ আফ্রিকা।

খেলাধূলা