তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আগামী মাসে অস্ট্রেলিয়া সফরে যাবে শ্রীলঙ্কা। সিমারদের অনুকূল কন্ডিশন, তাই পাঁচজন পেসারকে নিয়ে লঙ্কানরা ১৬ সদস্যের টেস্ট দল ঘোষণা করেছে।
গলে টেস্টে নিউজিল্যান্ডের বিপক্ষে দলকে জেতানো পেসার নুয়ান কুলাসেকারা এবং শামিন্দা এরাঙ্গা রয়েছেন এ সফরে। পাঁচজনের পেস আক্রমণে বাকি তিনজন হলেন- ধাম্মিকা প্রসাদ, চানাকা ওয়েলেগেদেরা এবং নুয়ান প্রদীপ।
পেসারদের ইনজুরির প্রবণতা একটু বেশি বলেই এমন দল গঠন করা হয়েছে বললেন নির্বাচক সভাপতি অশান্ত ডে মেল, ‘আমাদের দ্রুত গতির বোলারদের ইনজুরি প্রবণতা রয়েছে। তাই আমরা নিরাপদ অবস্থানে থাকতে পাঁচজনকে বাছাই করেছি।’
অস্ট্রেলিয়ার বিপক্ষে অন্তত তিনজন পেসারকে মাঠে নামানোর ইঙ্গিত দিয়েছেন অশান্ত। মাত্র দুজন স্পিনারকে টেস্ট দলে রাখা হয়েছে। গলে জয়ে ১১ উইকেট নেয়া বাঁহাতি স্পিনার রঙ্গনা হেরাথকে সঙ্গ দিবেন অফ স্পিনার সুরজ রন্দিভ।
পাঁচ ওয়ানডে ও দুই টি-টোয়েন্টি ম্যাচের জন্য শিগগিরই ভিন্ন দল ঘোষণা করা হবে।
শ্রীলঙ্কা টেস্ট দল: মাহেলা জয়াবর্ধনে (অধিনায়ক), অ্যাঞ্জেলো ম্যাথিউস, তিলকরত্নে দিলশান, কুমার সাঙ্গাকারা, থারাঙ্গা পারানাভিতানা, থিলান সামারাবিরা, প্রসন্ন জয়াবর্ধনে, রঙ্গনা হেরাথ, নুয়ান কুলাসেকারা, শামিন্দা এরাঙ্গা, সুরজ রন্দিভ, দিনেশ চান্দিমাল, চানাকা ওয়েলেগেদেরা, নুয়ান প্রদীপ, ধাম্মিকা প্রসাদ ও দিমুথ করুনারত্নে।