নারায়ণগঞ্জ-৫ (শহর ও বন্দর) আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির সভাপতিমন্ডলীর সদস্য নাসিম ওসমান বলেছেন, জামায়াতের শক্তি নিয়ে বিএনপি ক্ষমতায় যেতে চাইছে। খালেদা জিয়া ভারতের সঙ্গে ভাব করলেও ভারত খালেদা জিয়াকে বিশ্বাস করে না। কোন সময় খালেদা জিয়া ভারতে গিয়ে বোমা ফাটায় ভারত এ ভয় পায়। বর্তমানে মহাজোট শক্তিশালী আছে এবং ভবিষ্যতেও থাকবে।
তিনি বলেন, নারায়ণগঞ্জের চাষাড়ায় যারা বোমা হামলা চালিয়েছিল তারাই আবার ২১ আগস্ট গ্রেনেড হামলা, উদীচি বোমা হামলা চালিয়েছিল। তারা ভারতে গিয়ে ধরা পড়েছিল। বোমা ছিল পাকিস্তানের মানুষ ছিল বাংলাদেশের।
এরশাদকে নিয়ে খালেদা জিয়া স্বপ্ন দেখলেও খালেদা জিয়ার এরশাদের চেয়ে বড় শত্রু আর নেই। কিছু রাজনৈতিক বক্তৃতা দিলেও এরশাদ খালেদা জিয়ার বড় শত্রু।
তিনি সাবেক সংসদ সদস্য এডভোকেট আবুল কালামকে শয়তান আখ্যা দিয়ে বলেন, সে এর আগে শয়তানি করেছিল। এখন মুকুল শয়তানি শুরু করেছে। তারেক জিয়া বিশ্বচোর। সে এক লাখ কোটি টাকা কামিয়েছে।
বিএনপির ছত্রছায়ায় জামায়াত শিবির পুলিশের উপর হামলা চালিয়েছে। অথচ এখন বিএনপি তাদের অস্বীকার করছে। গোলাম আজম থেকে ধরা শুরু হলে জামায়াত শিবিরের অস্তিত্ব থাকবে না।
তিনি আরও বলেন, আমার রাজনীতি অনেক পাল্টে গেছে। ১৯৯৩ সালে মতিন চৌধুরী যখন স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন তখন আমরা তাকে ধর ধর বলে ধাওয়া দিয়েছিলাম। এখন আমি আর ওই রাজনীতি করি না। এগুলো জনগণের মধ্যে প্রভাব ফেলে।
সেতু, ব্রিজ, ফেরীসহ বিভিন্ন উন্নয়নের পাশাপাশি কাজ বেড়েছে তা হচ্ছে জামায়াত শিবিরকে প্রতিরোধ করা। বিএনপি যদি জামায়াত শিবিরকে শেল্টার দেয় তাহলে তাদেরকেও জামায়াত শিবির বানিয়ে শাস্তি দেয়া হবে। বেশি বাড়াবাড়ি করলে জিয়া হল থেকে জিয়ার ছবি সরিয়ে দেয়া হবে। তখন দেখবো কোন শালায় ঠেকায়।
বুধবার দুপুরে শহরের বিবি রোডস্থ জাপা কার্যালয়ে মহাজোটের জরুরি সভায় বক্তব্যে এসকল কথা বলেন তিনি। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক মফিজুল ইসলাম, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার সামিউল্লাহ মিলন, এডভোকেট আব্দুল ওয়াহাব, মোহর আলী চৌধুরী, কমান্ডার গোপীনাথ দাস, জেলা জাতীয় পার্টির সভাপতি আবু জাহের, সাধারণ সম্পাদক আকরাম আলী শাহীন প্রমুখ।