পুলিশের মধ্যে জামায়াত ঢুকে পড়লে তার ব্যবস্থা সরকার নিবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর। বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে “বাংলাদেশের উচ্চ শিক্ষা ব্যবস্থা : তুলনামূলক অবস্থা” শীর্ষক গোলটেবিল আলোচনা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, প্রকৃত শিক্ষার্থীরা কখনোই অন্যায় কাজ করতে পারে না। রগ কাটার জন্য কোনো সরকারি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়নি। রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়েও জামায়াত-শিবির রগ কাটার রাজনীতি করছে। এটা জাতির জন্য লজ্জাজনক।
ছাত্র নামধারী এসব গুন্ডা বদমাশদের সম্পর্কে যথাশীঘ্র ব্যবস্থা গ্রহণের জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিসিসহ অন্যদেরকে নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এরই মধ্যে এই অভিযোগে ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকীদেরও দমন করার জন্য প্রশাসন ব্যবস্থা নিচ্ছে।
সরকার এই হীনকাজ করা মুখোশধারী শিক্ষার্থীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবে।