গিনেজ বুকের রেকর্ড ভাঙলেন বাংলাদেশের টিপু

লন্ডনে পাপড় তৈরি করে গিনেজ বুকে রেকর্ড ভাঙলেন বাংলাদেশের টিপু রহমান।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর হোটেল সেগুনে আয়োজিত এক সংবাদ সম্মেলন এ ঘোষণা দেন টিপু রহমান।

গত ১১ অক্টোবর ৫ ফুট ৮ ইঞ্চি পাপাডাম (পাপড়) টাওয়ার তৈরি করে তিনি পাকিস্তানি শেখ নাইম আসলামের রেকর্ড ভাঙেন।

নাইম আসলাম ৫ ফুট ৪ ইঞ্চি পাপডাম টাওয়ার তৈরি করে গিনেজ বুক অব ওয়ার্ল্ডে নাম লিখিয়ে ছিলেন।

টিপু বলেন, এ গৌরব সকল বাংলাদেশির।

বাংলাদেশ