শিশু পরাগ অপহরণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে কেরানীগঞ্জের সাবেক যুবলীগ নেতা মোল্লা জুয়েলকে গ্রেফতার করা হয়েছে। গোয়েন্দা পুলিশ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে তাকে তার বাসা থেকে গ্রেফতার করে।
জুয়েলের পারিবারিক সূত্র জানিয়েছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাদা পোশাকধারী পুলিশের বেশ কয়েকজন সদস্য তাকে বাসা থেকে তুলে নিয়ে যায়। এ সময় জুয়েল বাসার ভিতরে লুকিয়ে থাকলে তার বাসায় ব্যাপক তল্লাসী চালিয়ে তাকে খুঁজে বের করা হয়।
এলাকাবাসী জানিয়েছে, একটি মাইক্রোবাস জুয়েলের বাসার সামনে এসে থামে। এবং আইন-শৃঙ্গলাকরক্ষাকারী বাহিনীর সদস্যরা এ সময় বাসার ভিতেরে ঢুকে এবং কিছুক্ষন পর তারা বাসা থেকে জুয়েলকে নিয়ে মাইক্রোবাস করে অন্যত্র চলে যায়। এলাকাবাসী মনে করছেন, গোয়েন্দা পুলিশ জুয়েলকে নিয়ে গেছে। আবার কেউ কেউ বলছেন, র্যাবের সাদা পোশাকদারী গোয়েন্দারা জুয়েলকে নিয়ে গেছে।
তবে এখন পর্যন্ত জুয়েলের গ্রেফতারের কথা আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্বশীল কেউ স্বীকার করেনি।
উল্লেখ, বৃহস্পতিবার হাইকোর্ট আমির-জুয়েলকে গ্রেফতার করতে রুল জারি করে।